রুবেলের ইয়র্কারে অ্যান্ডারসনের উইকেট উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুহাতে চোখ ঢেকে মাঠেই শুয়ে পড়েন মাশরাফি বিন মর্তুজা।
অধিনায়কের চোখ থেকে তখন অঝোরে নির্গত হচ্ছিল আনন্দাশ্রু। সতীর্থরাও অধিনায়ককে অনুসরণ করে তার ওপর লাফিয়ে পড়লেন। সে এক অভূতপূর্ব মুহূর্ত। এমন দৃশ্য বিরল!
অ্যাডিলেড ওভালের গ্যালারিও তখন লাল-সবুজের সমুদ্র।
প্রবাসী বাঙালিদের সঙ্গে বাংলাদেশের উৎসবে যোগ দিয়েছিল অস্ট্রেলিয়ানরাও। গোটা বাংলাদেশ তখন পরিণত হয়েছে এক উৎসবের নগরী। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া -৬৪ জেলার প্রতিটি থানা, এমনকি পাড়ায় পাড়ায় চলছে বিজয়োল্লাস।
ইংল্যান্ডকে হারিয়ে টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সুপার এইট। এবারের সাফল্য সেটিও ছাড়িয়ে গেছে।
কেননা মাশরাফিরা এবার অস্ট্রেলিয়ায় গিয়েছিল দুটি জয়ের লক্ষ্য নিয়ে। সেখানে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।