ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষকে হারালেও ভারতীয় মিডিয়াতে তেমনভাবে লেখালেখি হয় না। কোনো কোনো পত্রিকা বড় জোর সিঙ্গেল কলাম নিউজ দিয়ে থাকে। আর ইলেকট্রনিক মিডিয়াতো একেবারে নীরব ভূমিকা পালন করে। কিন্তু এবার বিশ্বকাপে ব্যতিক্রমী লক্ষ্য করা যাচ্ছে। স্কটল্যান্ডের বিশাল টার্গেট তাড়া করে সহজভাবে জেতার পর মাশরাফি, সাকিবদের ভূয়সী প্রশংসা করছে ভারত থেকে প্রকাশিত বিখ্যাত পত্রিকাগুলো। টিভির টকশোতেও একই অবস্থা। প্রশ্ন উঠতে পারে ভারতীয় মিডিয়া হঠাৎ করেই টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ কেন? ভালো খেলছে বলেই কি পারফরম্যান্স দেখে মুগ্ধ। না, তাহলে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও বাংলাদেশের নিউজ ছাপা হলো না কেন? অনেকে তাই এ নিয়েই রহস্য খুঁজছেন। কলকাতা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় দৈনিক উল্লেখ করেছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ জয় পেয়েছে। টেনশনপূর্ণ ম্যাচে এমন জয় কখনো ভুলবার নয় বলে আরেকটি পত্রিকা উল্লেখ করেছে।
টাইগারদের ঘিরে এত প্রশংসার মূল কারণ কিন্তু একটাই। দুই গ্রুপের পয়েন্ট টেবিলে যে অবস্থান দেখা যাচ্ছে তাতে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে মাঠে নামতে পারে বাংলাদেশই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হওয়ার আগে কলকাতার এক শীর্ষস্থানীয় দৈনিক বড় করে হেডিং দিয়েছিল কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের গর্জন দেখে ভারতীয় মিডিয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাশরাফিদের সামনে দাঁড়াতে পারবেন না ইংলিশরা। হয়েছেও তাই। এখন আবার এই হিসাবও কষে রেখেছে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ আর স্কটল্যান্ড হেরে যাবে শ্রীলঙ্কার কাছে। অর্থাৎ 'এ' গ্রুপের চারে থেকে গ্রুপ 'বি' চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচ ঘিরে ভারতের ভিতর ভয়ও ঢুকে গেছে। তাই বাংলাদেশ নিয়ে এত লেখালেখি। এ লেখার মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের প্রশংসা নয়। ধোনিদের আগাম সতর্ক করে দেওয়া। ভারতীয় পত্রিকাগুলো উল্লেখ করছে ভারত গ্রুপ পর্ব ম্যাচ জিতেই চলেছে। কিন্তু মনে রাখতে হবে কোয়ার্টার ফাইনাল বাঁচা-মরার লড়াই। হারলেই মালপত্র গুছিয়ে সোজা দেশে ফিরে যাওয়া। ভারতীয় দৈনিক উল্লেখ করেছে সত্যিই যদি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ হয়ে যায় তাহলে ভারতকে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে হবে। সাকিবদের দুর্বল ভেবে মাঠে নামলে বিপর্যয় নিশ্চিত। ভারত ম্যাচে জিতেই চলেছে এ জন্য তারা প্রশংসা পেতেই পারে। কিন্তু বাংলাদেশের বেলায় হিসাব অন্যটা। বিশ্বকাপ শুরুর আগে তারা ফেবারিট ছিল না ঠিকই। কিন্তু যে পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তা সত্যিই অতুলনীয়। ব্যাটে-বলে এমনভাবে জ্বলে উঠতে পারলে ভারতকে হারিয়ে সেমিতে যাওয়া বাংলাদেশের পক্ষে অসম্ভবের কিছু হবে না। শুধু মিডিয়া নয়, ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগারকার বলেছেন 'বাংলাদেশ আমাকে টেনশনে ফেলে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হলে কি যে হবে এ নিয়ে সত্যিই আমি চিন্তিত।'