এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে নাচো মনরিল এবং ড্যানি ওয়েলব্যাকের গোলে জয় নিয়ে ঘরে ফিরে গানাররা। দলের পক্ষে গোল করেও ভক্তদের জয় উপহার দিতে পারেননি অধিনায়ক ওয়েইন রুনি। সেমিফাইনালে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা মুখোমুখি হবে ব্র্যাডফোর্ড সিটি অথবা রীডিংয়ের। নিশ্চিতভাবেই ফাইনালে যাচ্ছে আর্সেনাল! অন্য সেমিফাইনালে অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে লিভারপুল অথবা ব্ল্যাকবার্ন রোভার্সের। এফএ কাপের ফাইনালে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে আর্সেনাল-লিভারপুল। ৩০ মে ওয়েম্বলির ফাইনালেও কি বিজয়ী হতে যাচ্ছে এফ এ কাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল!