অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফিরা ১৫ রানের জয় নিয়ে ড্রেসিং রুমে ফেরার আগেই কিংবদন্তি ক্রিকেটারদের টুইট শুরু হয়েছিল। ঝড়ের বেগে তারা অভিনন্দন জানিয়ে চলছিলেন টাইগারদের। গতকাল বিশ্বের নানান দেশের মিডিয়ায় ছিল বাংলাদেশ বন্দনা। ইংরেজদের তাড়িয়ে নকআউটে জায়গা করে নেওয়ায় মিডিয়াগুলো মাশরাফিদের নিয়ে দারুণ সব প্রতিবেদন ছেপেছে। ভারতীয় বাংলা দৈনিক 'আজকাল' পত্রিকা 'ব্রিটিশ সিংহদের হারাল বাংলার বাঘের দল' শিরোনামে প্রতিবেদনে লিখেছে, সত্যিই বাংলাদেশ ক্রিকেটে গর্বের, আবেগের মেলবন্ধন। এ বেলা খেলার পাতায় এক পৃষ্ঠাজুড়ে বাংলাদেশের বিজয়োৎসবের ছবির নিচে বিশাল শিরোনাম করেছে 'বাংলার বিক্রম'। আনন্দবাজার 'ভারতের শত্রু আবেগ থেকে রিভার্স সুইং' শিরোনামে প্রতিবেদনে লিখেছে, 'ইংল্যান্ড পড়লে যতটা সিরিয়াসভাবে নিতে হতো ধোনিদের, বাংলাদেশকেও ততোটাই নিতে হবে। না। আরও বেশি।' কেবল ভারতীয় মিডিয়াতেই নয়, মাশরাফিদের নিয়ে আলোচনা ছিল বিশ্বের নানান দেশের মিডিয়ায়। অস্ট্রেলিয়ার বিখ্যাত দৈনিক হেরাল্ড শিরোনাম করেছে 'বাংলাদেশ নক ইংল্যান্ড আউট অব ওয়ার্ল্ড কাপ'। মেলবোর্নের দৈনিক হেরাল্ডসান 'দি আপলিফটিং টেল অব দি প্রাউড টাইগারস' শিরোনাম করেছে। এছাড়াও সাইডস্টোরিতে তারা 'ওয়ার্ল্ড রিয়্যাক্টস টু ইংল্যান্ডস শক কাপ এক্সিট' শিরোনামে বিভিন্ন ক্রিকেট কিংবদন্তিদের মন্তব্য তুলে ধরেছে। ইংল্যান্ডের মুখপত্র হিসেবে পরিচিত বিবিসি বাংলাদেশের বিজয়োৎসবের সচিত্র প্রতিবেদন ছেপেছে। পাকিস্তানের বিখ্যাত দৈনিক দি ডন 'মাহমুদুল্লাহ, রুবেল কম্বাইন টু নক ইংল্যান্ড আউট অব ওয়ার্ল্ড কাপ' শিরোনামে প্রতিবেদন ছেপেছে।