রাত জেগে উৎসব
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। ম্যাচের পর রুবেলরা ক্লান্ত থাকলেও হোটেলে ফিরে উৎসবে মেতেছিল তারা। অন্যসময় রাত ১০টার পর টাইগারদের ঘুমানোর নির্দেশ থাকলেও সোমবার তা ছিল না। কেউ গান গেয়ে, কেউ ঢোল বাজিয়ে, কেউ বা আবার জয়বাংলা স্লোগান দিয়ে ভোর পর্যন্ত উৎসবে মেতেছিলেন।
মিষ্টি বিতরণ
শত ব্যস্ততার মধ্যেও অ্যাডিলেডে বসবাসরত প্রবাসী বাঙালিরা ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখেছেন। বাংলাদেশ জেতার পর শুধু স্টেডিয়াম নয় অ্যাডিলেড শহরেও বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন। আর একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। সোমবার অ্যাডিলেড যেন হয়ে উঠেছিল এক টুকরো ঢাকা শহর।
সাকিব জ্বলবেন ঠিকই
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি। এনিয়ে অ্যাডিলেডে টাইগার ভক্তরা হতাশ নন। তাদের আশা কোয়ার্টার ফাইনালে সাকিব ব্যাট-বলে দুটোতেই জ্বলে উঠবেন। দেশকে দেবেন স্মরণীয় এক জয়।