টানা তিন ম্যাচ জিতে শ্রীলঙ্কা এখন কোয়ার্টার ফাইনালের প্রহর গুনছে। গত সোমবার ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এতে শেষ আট নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদেরও। তবে আজ স্কটল্যান্ডের সঙ্গে লঙ্কানদের জয় খুব প্রয়োজন গ্রুপের স্থান নির্ধারণের জন্য। গ্রুপ পর্বে শেষ ম্যাচটি শ্রীলঙ্কার জন্য আনুষ্ঠানিকতার হলেও গুরুত্বপূর্ণ। শেষ আটে শক্তিশালী ভারতকে এড়াতে অন্তত তিন নম্বরে উঠতে হবে তাদের। সেক্ষেত্রে আজ জিতলে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পৌঁছে যাবে লঙ্কানরা। তবে অস্ট্রেলিয়া শেষ ম্যাচে জিতলে দ্বিতীয় স্থান পুনর্দখল করবে।
বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তবে টাইগাররা চার নম্বরে থেকে কোয়ার্টার ফাইনালে খেলবে। শ্রীলঙ্কা অবশ্য স্থান নিয়ে ভাবছে না। জয়টাই তাদের কাছে মূল্যবান। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের হুবার্টে আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
স্কটিশরা বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। কোনো ম্যাচ না জিতলেও নিজেদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্কটল্যান্ড।
অধিনায়ক প্রিস্টন মোমসেন বলেছেন, 'আমরা এখনও নিজেদের সেরাটা দেখাতে পারিনি। আমরা যদি নিজেদের শতভাগ দিতে পারি আমাদের সামর্থ্য আছে বড় দলকে টপকে যাওয়ার।' বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।