বিদায় নিতে হলো ইংল্যান্ডকে। একাদশ আইসিসি ক্রিকেটে বাংলাদেশের কাছে হেরে থেমে গেছে দলটির বিশ্বকাপ অভিযান। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে সোমবার টানটান উত্তেজনার ম্যাচে ১৫ রানের পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংলিশ ক্রিকেট দল। আর এতে সমালোচনায় মুখর হয়েছে ব্রিটিশ পত্র-পত্রিকা।
'দ্য গার্ডিয়ানে' লেখা এক কলামে বিশ্বকাপ ব্যর্থতার পর ইংলিশ ক্রিকেট দলের খোল নলচে পাল্টে ফেলার দাবি জানানো হয়েছে। কলামে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আসর সামনে রেখে কাদের এখনই বিদায় করে দেয়া উচিত, তার একটা তালিকাও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বর্তমান ওডিআই দলের অধিনায়ক এউইন মর্গান থেকে শুরু করে পেসার জিমি এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং রবি বোপারার নাম উল্লেখ করা রয়েছে।
গার্ডিয়ানের আরেকটি শিরোনামে বলা হয়েছে, 'বিশ্বকাপে ইংল্যান্ডের এহেন বিপর্যয় নতুন কোন বিস্ময়ের সৃষ্টি করেনি'। ওই মন্তব্য প্রতিদেনটির ইন্ট্রোতে লেখা হয়েছে এবং আমরা ছিটকে গেলাম। এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি অথচ বাংলাদেশের কাছে ১৫ রানের পরাজয়ে ২০১৫ সালের বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের। যে জাতিটি ক্রিকেটের উদ্ভাবক, তারাই আজ খেলাটির ওডিআই ফরম্যাটে দিনে দিনে পেছনের দিকে যাচ্ছে। কেভিন পিটারসেনকে দল থেকে বাদ দেয়া, অ্যালিস্টার কুকের কাছ থেকে ওডিআই দলের নেতৃত্ব কেড়ে নেয়াসহ বোলিংয়ে বৈচিত্র্যের অভাবের বিষয় উল্লেখ করে ওই মন্তব্য প্রতিবেদনে প্রশ্ন করা হয়েছে- ইংলিশ ক্রিকেটের অন্তরে কি পচন ধরেছে?
পত্রিকাটির অন্য এক শিরোনামে বলা হয়েছে, 'বিশ্বকাপ ব্যর্থতার পর ইয়ান বোথাম এবং অ্যান্ড্রু স্ট্রাউস ইংল্যান্ড দলকে ঝাঁকুনি দিয়ে জাগাতে বলেছেন'। এই রিপোর্টে ইয়ান বোথামের কণ্ঠে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়। তিনি বলেছেন- ভালো করেছে বাংলাদেশ, ইংল্যান্ডের অবস্থা শোচনীয়।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৫/ রশিদা