ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ভীষণ বিরক্ত। বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। ১৩ মার্চ নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেলে শেষ আটে দুই দল মোকাবিলা করবে। এ নিয়ে ভারতের পত্রিকাগুলো ধোনিদের সতর্ক করে লিখছে গ্রুপে ভারত যতই ভালো খেলুক না কেন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে হবে। আয়ারল্যান্ডকে হারানোর পর হোটেলে ভারতের এক সাংবাদিক ধোনির সঙ্গে কথা বলতে চান। এতে ধোনিও আপত্তি তোলেননি। বরং চা আপ্যায়ন করে তার সঙ্গে কথা বলতে বসেন। কিছুক্ষণ আলাপের পর ধোনি এতটা বিরক্ত হয়ে ওঠেন বলতে বাধ্য হন সরি আপনার সঙ্গে কথা বলা সম্ভব নয়। কারণ ঘুরে ফিরে প্রসঙ্গ একটাই কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ। ধোনি পরে বিষয়টি দলের ম্যানেজারকে জানিয়ে বলেন, বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। কিন্তু ভারতীয় সাংবাদিকরা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলে আমরা যেন জিততেই পারব না। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকরা যেন ধরেই নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই ভারতের বিদায় হচ্ছে।