হ্যামিল্টন আসার পর আর মাঠে নামেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নামার কোনো সুযোগ হয়নি। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের ম্যাচে হাঁটুতে ব্যথা পান মাশরাফি। সেই ব্যথা নিয়েই আসেন ওয়াইটাকো নদীর পাড়ের শহর হ্যামিল্টনে। ৬-৭ লাখ নাগরিকের যার অধিকাংশই মাউরি। ব্যথা খুব মারাত্দক নয় মাশরাফির। আবার হাল্কা করে দেখারও নয়। যেহেতু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তাই টিম ম্যানেজমেন্টও চাচ্ছেন না আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামুক মাশরাফি। যেহেতু না খেলার সম্ভাবনা শতভাগ, তাই অনুশীলনে নামেননি মাশরাফি। টাইগার অধিনায়ক না খেলায় আজ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। টস করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখে নিবেন সাকিব। একমাত্র ক্রিকেটার হিসেবে পরপর দুই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব দেখাবেন।
মাশরাফি না খেললেও স্বাভাবিকভাবেই তার জায়গায় একজন পেসার খেলবেন। এটাই স্বাভাবিক। কিন্তু সিডনি পার্কের ইতিহাস বলে এখানে পেসারদের চেয়ে কোনো অংশে সাফল্য কম নয় স্পিনারদের। তার ওপর বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি স্পিন। তাই স্পিনারদের খেলার সম্ভাবনাই বেশি একাদশে। আজকের ম্যাচে একাদশে মাশরাফির জায়গায় যেখানে পেসার শফিউলের খেলার কথা, সেখানে না খেলার সম্ভাবনাই বেশি। মাশরাফির জায়গায় আজ খেলবেন নাসির হোসেন। নেলসনে স্কটল্যান্ডের অবিশ্বাস্য জয়ের ম্যাচে খেলেছিলেন নাসির। ব্যাটিং না করলেও বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। সেই নাসির আজ খেলবেন। বোলিং থাকবে অ্যাডভান্টেজ। অবশ্য শফিউলের খেলার সম্ভাবনাও রয়েছে। সেজন্য আজকের আবহাওয়া হতে হবে বৃষ্টিভাবাপন্ন। তাহলেই একাদশে দেখা যাবে শফিউলকে। এজন্য বসে থাকতে হতে পারে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে। স্কটল্যান্ড ম্যাচে খেলার কথা ছিল আরাফাতের। কিন্তু শেষ বেলার নাটকে খেলা হয়নি। বরং তার জায়গায় খেলেন নাসির। অ্যাডিলেড ওভালে নাসিরকে বসিয়ে খেলানো হয় আরাফাতকে। যদিও আহামরি বোলিং করেননি। আরাফাত ভালো না করায় তাই তার জায়গায় খেলার কথা আরেক বাঁ হাতি স্পিনার তাইজুলের। একটি মাত্র ওয়ানডে খেলে রেকর্ড বুকে নাম লেখানো তাইজুল আজ খেলবেন। তাইজুল খেললে স্কোয়াডের সবার বিশ্বকাপ খেলা হয়ে যাবে। তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ও একমাত্র।
আজকের আবহাওয়ার ওপর পুরোপুরি নির্ভর করছে স্কোয়াড। যদি বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে দুই পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। তৃতীয় সিমার হিসেবে বোলিং করবেন সৌম্য সরকার। মাশরাফির খেলার বিষয়ে সকালে অনুশীলন শেষে কিছু বলেননি কোচ চন্ডিকা হাতুরাসিংহে। শুধু জানিয়েছেন, আজকের খেলার আগে সিদ্ধান্ত নিবেন, 'মাশরাফির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। আজ সকালে সিদ্ধান্ত নিব।' কোচ সরাসরি স্বীকার করেননি। কিন্তু প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রকারান্তরে স্বীকার করেন মাশরাফিকে বিশ্রাম দেওয়ার, 'ম্যাচটির গুরুত্ব নেই বাড়তি। কোয়ার্টার ফাইনাল যেহেতু নিশ্চিত, তাই তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।' টাইগারদের বর্তমান দলে সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মাশরাফি। ২০০৩ সালে প্রথম বিশ্বকাপ খেলেন। এরপর ২০০৭ সালেও খেলেন। কিন্তু ইনজুরির জন্য খেলতে পারেননি ২০১১ সালে ঘরের মাটিতে। দর্শক হয়ে দেখেন ক্রিকেট মহাযজ্ঞ। এবারও খেলার কথা ছিল না। কিন্তু ইনজুরির সঙ্গে ফাইট করে শুধু জিতেননি, অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্বও দিচ্ছেন বিশ্বকাপে।