টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়লেন মুমিনুল হক। ঢাকা টেস্টে ৬৮ রান করার মধ্য দিয়ে এ রেকর্ডে নাম লেখান বাঁ হাতি এই ব্যাটসম্যান। ছাড়িয়ে যান টেস্টে টানা ১০ ম্যাচে ফিফটি বা তার বেশি রান করা ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
এদিকে, টানা ১১ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলে ক্রিকেটের আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নাম লেখালেন মুমিনুল। টেস্টে এমন কীর্তি আছে আরও দুই ব্যাটসমানের। তারা হলেন, ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ।
তবে, টেস্টে সবচেয়ে বেশি টানা ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে এই কীর্তি গড়েন। বাংলাদেশের পরের টেস্টে ফিফটি করতে পারলে ডি ভিলিয়ার্সকেও ছুঁয়ে ফেলবেন মুমিনুল।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৫/মাহবুব