ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট কোচ পিটার মুরসের চাকরি যাওয়াটা অনেকটা অবধারিতই ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভরাডুবির পর ইংলিশ কোচ পিটার মুরসের উপর আস্থা রেখেছিল ইংলিশ টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে শেষ বারের মত সুযোগ দেয়া হয়েছিল। দেশটির ক্রিকেট কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো তাকে।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ট্যুর শেষ টেস্ট হারে ইংলিশরা। ফলে সিরিজ জয় হাতছাড়া হয় তাদের। যেহেতু ক্যারিবীয় ট্যুরে ব্যর্থ হয়েছেন তিনি তাই কোচের চাকরি থেকে অব্যহতি দেয়া হলো পিটার মুরসকে।
এদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক দুই অসি ক্রিকেটার জেসন গিলেস্পি এবং জাস্টিন ল্যাঙ্গার দেশটির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
বিডি-প্রতিদিন/ ৯ মে ২০১৫/শরীফ