ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী কোচ পল ফারব্রেস। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একাদশ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্স এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে সিরিজ জয় হাতছাড়া করায় গতকালই ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ পিটার মুরসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে পলকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হলো।
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে কোচ হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে আছেন সাবেক দুই অসি ক্রিকেটার জেসন গিলেস্পি এবং জাস্টিন ল্যাঙ্গার।
বিডি-প্রতিদিন/১০ মে ২০১৫/শরীফ