মেয়েদের টেনিসের ডাবলসের শীর্ষস্থান হারাচ্ছেন ভারতের নাম্বার ওয়ান নারী টেনিস তারকা সানিয়া মির্জা। সম্প্রতি মাদ্রিদ ওপেনের ডাবলসে হেরেছেন সানিয়া-হিংগিস জুটি। এর পরিপ্রেক্ষিতেই নারীদের ডাবলসের শীর্ষস্থান খোয়াতে হচ্ছে সানিয়াকে।
মাদ্রিদ ওপেনে হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো হারেন সানিয়া-হিঙ্গিস জুুটি। এর ফলেই র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে যাচ্ছেন এই জুটি৷
আগামীকাল অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ওয়ার্ল্ড টেনিসের নতুন র্যাংকিং। ওইদিনই আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে চলে যাবেন সানিয়া।
উল্লেখ্য, চলতি বছরই প্রথম ভারতীয় নারী টেনিস তারকা হিসেবে বিশ্ব টেনিসের ডাবলসের শীর্ষস্থানে উঠে এসেছিলেন সানিয়া মির্জা। তবে বেশিদিন এ স্থান ধরে রাখতে পারলেন না তিনি।
বিডি-প্রতিদিন/১০ মে ২০১৫/শরীফ