বাংলাদেশের কাছে ওয়ানডে ও টি-২০ সিরিজে ধবলধোলাই হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এরপর দুই টেস্টের একটি ড্র ও অন্যটিতে সান্ত্বনার জয় নিয়ে দেশ ছাড়ে মিসবাহ উল হকের পাকিস্তান। যাওয়ার সময় পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস ও মিসবাহ টাইগারদের প্রশংসা করতে ছাড়েননি। তবে বাংলাদেশের এতগুলো ম্যাচ হারার লজ্জ্বা একটুও ছুঁতে পারেনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের। তাই নির্লজ্জ দলটির অফিসিয়াল পেজে মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে।
ব্যঙ্গচিত্রে দেখানো হয়েছে, রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে একটি রশিতে করে রোদে শুকাকাতে দেওয়া হয়েছে। বড্ড নির্লজ্জ না হলে হয়তো নিজেদের অফিসিয়াল পেজে এ ধরনের ‘ব্যঙ্গচিত্র’ প্রকাশ করতে পারত না পাকিস্তানের বিতর্কিত ওই দলটি।
শুধু তাই নয়, ওই ব্যঙ্গচিত্রের ক্যাপশনও দেওয়া হয়েছে। উর্দু ভাষায় সেখানে লেখা হয়েছে এভাবে, ‘দেখো দেখো কৌন আয়া? শের কা শিকারি আয়া!’ অনুবাদ করলে যা আসে, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!!!!’
বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে ৭ থেকে নেমে এখন দাঁঁড়িয়েছেন ৯ নম্বরে। বড় ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টিতেও। প্রথম টেস্টে ড্র করেছে। কিন্তু শেষ টেস্ট ম্যাচটি জিতেই গর্বে তাদের বুক ফেটে যাওয়ার পালা! আর সেই কারণেই তারা এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে। তাদের এই ব্যঙ্গচিত্রে পাকিস্তানের তরুণ-তরুণীরা লাইক দিচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব