পরিকল্পনা আগেই ছিল। মিরপুর টেস্ট শেষ হতেই পূর্ব ঘোষিত বোনাস তুলে দেওয়া হবে জাতীয় দলের ক্রিকেটারদের হাতে। পরশু টেস্ট শেষ হতেই ছোট একটি অনুষ্ঠান করে ৮ কোটি টাকা বোনাস তুলে দিতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। বোনাস নিতে উপস্থিতও ছিলেন ক্রিকেটাররা। কিন্তু বিশেষ কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয় অনুষ্ঠান। অনুষ্ঠান স্থগিতাদেশ আবার মেসেজ করে জানিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের। অবশ্য কবে, কখন এবং কোথায় ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে, সেটা জানানো হয়নি মুশফিক, মাশরাফিদের। বোনাস দেওয়া না হলেও বিসিবি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে উইনিং বোনাস হিসেবে মাশরাফি, মুশফিকরা পাবেন ২৭-২৮ লাখ টাকা!
বিশ্বকাপ ক্রিকেটে মাশরাফিরা যাতে ভালো করেন, সেজন্য উৎসাহিত করতে বোনাস ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড। জানিয়েছিল, ঙ্কিংয়ের উপরের দেশকে হারালে ২০ হাজার ডলার দেওয়া হবে পুরো দলকে। আইসিসি সহযোগী দেশগুলো হারালে দেওয়া হবে ৫ হাজার ডলার করে। ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ৩০ হাজার ডলার উইনিং বোনাস পাচ্ছেন মাশরাফিরা। উইনিং বোনাস ছাড়াও ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির শর্তানুযায়ী প্রতিটি ক্রিকেটার ম্যাচ জয়ের জন্য আরও ১ হাজার ডলার করে পাবেন। তবে সবচেয়ে বেশি বোনাসের ঘোষণা ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে টপকে যদি সেরা আটে খেলতে পারেন ক্রিকেটাররা, তাহলে মাশরাফিরা বোনাস পাবেন আরও ১ লাখ ডলার। সেমিফাইনালে উঠলে পেতেন ৩ লাখ ডলার। ক্রিকেট বোর্ডের এসব ঘোষণা ছিল ক্রিকেটারদের উৎসাহিত করতে। উৎসাহিতও হয়েছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলে টাইগাররা এবং সেমিতে হেরে যায় ভারতের কাছে। তারপরও বোর্ড ঘোষিত ১ লাখ ডলার পাচ্ছেন মাশরাফিরা। সব মিলিয়ে বিশ্বকাপের উইনিং বোনাস পাচ্ছেন মাশরাফিরা ১ লাখ ৩০ হাজার ডলার। এই অর্থ পাবেন বিশ্বকাপ খেলা ১৭ ক্রিকেটার। শুধু উইনিং বোনাসই নয়, বিশ্বকাপ খেলার জন্য আইসিসির ট্যুরিং মানিও পাচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বকাপে অংশ নেওয়ায় প্রতিটি দেশের মতো আইসিসির ৪ লাখ ৭৫ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। এই অর্থ নিজেদের কোষাগারে না রেখে ক্রিকেটারদের ভাগ করে দিচ্ছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মতো বড় অংকের অর্থ না পেলেও বোনাস পাচ্ছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ রুয়ান কালপাগে, বোলিং কোচ হিথ স্ট্রিক, ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল. ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ফিজিও মারিও ভিলাভারায়ন, বায়েজিদুল ইসলামও। তবে চুক্তির শর্ত অনুযায়ী কোচ বাড়তি ১২ হাজার ৫০০ ডলার পাবেন টাইগারদের কোয়ার্টার ফাইনালে উঠিয়ে দেওয়ার জন্য।
পরশু রাতে ক্রিকেটারদের বিশ্বকাপ উইনিংস বোনাস নয়, দেওয়ার কথা ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারানোর বোনাসও। কিন্তু দেওয়া হয়নি। ক্রিকেটারদের বোনাস দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানকে ওয়ানডে সিরিজ ও টি-২০ ম্যাচে হারানোয় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সংবর্ধনা দেন গণভবনে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তখনই ঘোষণা করেন উইনিং বোনাসের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা টাইগারদের ১ কোটি টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজ তহবিল থেকে। বিশ্বকাপে ভালো খেলায় আরও ১ কোটি টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও বিসিবির অর্থের সঙ্গে আরও ১ কোটি টাকা দিচ্ছে বেক্সিমকো। সব মিলিয়ে ৮ কোটি টাকার সামান্য উপরে বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। এই বোনাসই দেওয়ার কথা ছিল শনিবার রাতে। কিন্তু দেওয়া হয়নি।
এই বোনাস থেকে একেক জন্য ক্রিকেটার কত টাকা পাচ্ছেন? এর উত্তর কেউ বলতে পারছেন না। তবে বিসিবি সূত্র জানিয়েছে, ট্যাক্স কাটার পরও গড়ে ক্রিকেটাররা পাচ্ছেন ২০ লাখ টাকা। তবে সর্বোচ্চ ২৮ লাখ টাকা করে পাচ্ছেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমরা।