টানা দুই ম্যাচ ড্র করে মূল্যবান চার পয়েন্ট নষ্ট করেছিল ফেবারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল আবার প্রতিপক্ষ হয়ে মাঠে নামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যারা এবার শেখ রাসেল ও ঢাকা আবাহনীকে পরাজিত করে। স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে দুশ্চিন্তায় ছিল চ্যাম্পিয়নরা। না, কোনো অঘটন ঘটেনি। জয় নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা মুক্তিযোদ্ধাকে। এ জয়ে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করল শেখ জামাল। ১৪ মে ঢাকা আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে শেখ জামাল। এ ম্যাচে হারলেও শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করবে তারা। জয়ের জন্য শুরু থেকে আক্রমণ চালাতে থাকে শেখ জামাল। ২ মিনিটেই ডালিংটন গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ৪ মিনিট পরই আত্মঘাতী গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। এ সময় শেখ জামালের অধিনায়ক নাসির ব্যাক পাস দিলে গোলরক্ষক হিমেল ধরতে ব্যর্থ হন। বল জড়িয়ে যায় জালে।
পুনরায় গোল পেতে শেখ জামাল আক্রমণ চালাতে থাকে। ২৩ মিনিটে মুক্তিযোদ্ধা অফসাইড ট্র্যাপ করতে গিয়ে ফাঁদে পড়ে যায়। এমেকার কাছ থেকে বল পেয়ে ওয়েডসন বুদ্ধিমত্তার সঙ্গে মুক্তিযোদ্ধার জালে বল পাঠান। মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা অফসাইডের দাবি তুললে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল পেতে দুই দলই আক্রমণ চালাতে থাকে। কিন্তু গোল আর হয়নি। পূর্ণ পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।