আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে ভারত, এক টেস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রাপ্তির কথা ভুলে ভারতের বিরুদ্ধে নতুন উদ্দীপনা নিয়ে শুরু করবে বাংলাদেশ। সে কারণেই চলতি মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবেন ক্রিকেটাররা। তিন দিনের এই ক্যাম্পের আসল লক্ষ্য হচ্ছে ফিটনেসকে সতেজ রাখা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন হবে বাইকিং। অর্থাৎ বাই সাইকেল চালাতে হবে ক্রিকেটারদের। দ্বিতীয় দিন থাকবে জিম। আর তৃতীয় স্ট্রেচিংয়ের পাশাপাশি দৌড়াতে হবে ক্রিকেটারদের। ৩০ মে থেকে শুরু হবে অনুশীলন।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষে ক্রিকেটাররা এখন লম্বা ছুটিতে। দুই সপ্তাহ নিজের মতো করে থাকার সুযোগ পাবেন তারা। কোচিং স্টাফরাও ছুটিতে। গত পরশু ঢাকা ছেড়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হালচাল।