এল ক্ল্যাসিকোতে যেদিন রিয়াল মাদ্রিদ ন্যু ক্যাম্পে ২-১ গোলে হেরেছে সেদিনই লা লিগার শিরোপা জয়ে এক ধাপ এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। শনিবার কাতালানরা আরও এক ধাপ এগিয়ে গেল ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের ২-২ গোলের ড্রতে। শনিবার ছিল লা লিগার শিরোপা নির্ধারণী দিন! ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের ড্রয়ের আগেই বার্সেলোনা ন্যু ক্যাম্পে ২-০ গোলে রিয়াল সুসিদাদকে হারিয়েছে। নেইমার ও পেদ্রোর গোল কাতালানদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে পেপে ও ইসকোর গোল কেবল রিয়াল মাদ্রিদকে পরাজয় থেকে বাঁচিয়েছে। পাকো আলকাজার ও জাভি ফুয়েগোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া!
রিয়াল মাদ্রিদের ড্র এবং বার্সেলোনার জয় স্প্যানিশ লা লিগার পুরো দৃশ্যপটটাই বদলে দিয়েছে। ৩৬ ম্যাচে ৯০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের অবস্থান দুই নম্বরে। গোল ব্যবধানেও বার্সেলোনা এগিয়ে অনেকদূর (বার্সা +৮৮, রিয়াল +৭৩)। পয়েন্ট ও গোলের এই ব্যবধান ঘুচানো রিয়াল মাদ্রিদের পক্ষে প্রায় অসম্ভবই। বার্সেলোনার সামনে রয়েছে অ্যাটলেটিকো ও দিপোর্তিভো ম্যাচ। এমনকি অ্যাটলেটিকো ম্যাচে পরাজিত হলেও কাতালানরা অন্তত দিপোর্তিভোর বিপক্ষে জিতবে বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে কাতালানদের সংগ্রহ হবে ৯৩ পয়েন্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদের রয়েছে এসপানিয়ল ও গেটাফে ম্যাচ। দুটো ম্যাচ জিতলেও লস ব্ল্যাঙ্কোসদের সংগ্রহ হবে ৯২ পয়েন্ট। এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা জিতবে বার্সেলোনা। বিষয়টা এরই মধ্যে স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তি।