মিরপুর টেস্টে সাড়ে তিনদিনেই হেরে গেছে বাংলাদেশ। হেরেছে ৩২৮ রানের পর্বতসমান রানে। হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, মোহাম্মদ শহিদ ও শুভাগত হোমের। তবে যথারীতি ব্যাটিংয়ের শীর্ষস্থানে রয়েছে কুমার সাঙ্গাকারা এবং বোলিংয়ে ডেল স্টেইন।
মিরপুরে হারলেও সাকিব রান করেন অপরাজিত ৮৯ ও ১৩ রান। তার এই স্কোরই তাকে এগিয়ে দিয়েছে পাঁচ ধাপ। ৬২৯ পয়েন্ট নিয়ে সাকিবের বর্তমান র্যাঙ্কিং ৩০। সাঙ্গাকারার পয়েন্ট ৯০৯। মিরপুর টেস্টে ভালো বোলিং করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শহিদ ও শুভাগত। দুই ইনিংসে ৯৫ রানে ৪ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে শহিদের বর্তমান স্থান ৮৪। তার পয়েন্ট ১৬৬। ৯৪ রানে ৩ উইকেট নিয়ে শুভাগতের বর্তমান র্যাঙ্কিং ৮৭। ৯০৫ পয়েন্ট শীর্ষ বোলার ডেল স্টেইন।