ক্রিকেট বিশ্বের দ্বি-পাক্ষিক সিরিজগুলোর মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান সিরিজ। কিন্তু ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে বন্ধ দু-দেশের মধ্যকার জমজমাট ওই সিরিজ। তবে এবার মুখ দেখতে পারে ক্রিকেটের এই দুই প্রতিবেশি দেশের মধ্যকার লড়াই। জানা গেছে, ভারত সরকারের অনুমতি পেলে আগামী ডিসেম্বরেই ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজ মাঠে গড়াতে পারে। আর যদি ওই দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হয়। সেক্ষেত্রে পাকিস্তানের হোক ভেন্যু হতে পারে বাংলাদেশ। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিবি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।
রবিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান একথা জানিয়েছেন।
তিনি বলেন, ভারত-পাকিস্তানের হোম ভেন্যু হতে আগ্রহী বাংলাদেশ৷ এজন্য ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উদ্ধৃত করে পিসিবি প্রধান জানান, বিসিবি ভারত-পাকিস্তান ম্যাচগুলোর জন্য দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের নিশ্চয়তা দিয়েছে।
“বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়।
উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব