ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গে ‘আগ্রাসী’ আচরণের দায়ে পাকিস্তানি পেসার ইমরান খানকে তিরস্কার করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তামিমকে আউট করে বুনো উল্লাস করায় এই পাক পেসারকে তিরস্কার করা হয়।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বাংলাদেশি যে কয়জন ব্যাটসম্যান পাকিস্তানি বোলারদের শাসন করেছেন তালিকায় নাম তামিম ইকবালের সবার ওপরে। তাই প্রতিটি ম্যাচেই পাকিস্তানি বোলারদের টার্গেট ছিল খুব তাড়াতাড়ি তামিমকে ফেরানো। এক্ষেত্রে দলের অভিজ্ঞ বোলাররা ব্যর্থ হলেও সফল হন পাকিস্তানি পেসার ইমরান খান। আর তাই তামিমকে আউট করে বুনো উল্লাস শুরু করেন তিনি।
কিন্তু ক্রিকেট মাটে বোলারের এমন আচরণ মোটেই পছন্দ হয়নি ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি জেফ ক্রুর। এজন্য তারা আইসিসির আচরণবিধি নীতিমালার ‘লেভেল ওয়ান’ ভঙ্গ হয়েছে এমন অভিযোগ এনে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি ইমরানকে দোষী সাব্যস্ত করে তিরস্কার করেছে।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব