ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টম আসর। প্রতিবারের মতো আসর জমাতে এবারও ভাড়া করা হয়েছে সুন্দরী নারীদের। চুক্তি অনুযায়ী, দলের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারির সময় চিয়ারলির্ডাসদের নাচতে হয়। কিন্তু অন্য কোনো দলের চেয়ারলিডারদের খুব বেশি কষ্ট না হলেও গেইলের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার দলের চিয়ারলিডাররা।
ঘনঘন চার-ছক্কায় এতবার নাচতে হচ্ছে যে চিয়ারলির্ডাসরা হাঁপিয়ে উঠছেন। একে গেইলে রক্ষা নেই, তার ওপর আবার আছেন এবি ডিভিলিয়ার্স। কোনো দিন কেবল গেইল, আবার কোনোদিন ডিভিলিয়ার্স, আবার কোনোদিন এই দু'জনের যৌথ ব্যাটিং প্রদর্শনীতে নাচতে গিয়ে অতিষ্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক চিয়ারলির্ডাস নাকি ইতিমধ্যেই চাকরি ছাড়ার আবেদন জানিয়েছেন।
যদিও এই খবরকে সরাসরি উড়িয়ে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিছক মজা করে স্থানীয় এক সংবাদপত্রে এই খবরে প্রকাশিত হয়। মজার ব্যাপরটা বুঝতে না পেরে সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হচ্ছে৷ এটা কোনও সিরিয়াস বিষয় নয়, শুধুই গসিপ!’
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব