প্রচণ্ড ব্যস্ত জামাল হোসেন মোল্লা। সারা দিন চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ বিকালে মুঠোফোনে সাড়া দিয়েই বলে উঠলেন, ভাই প্রচণ্ড ব্যস্ত। বিদেশি কোচ এনেছেন স্যারেরা। আমরা কঠোর পরিশ্রম করছি। বসুন্ধরা বাংলাদেশ ওপেনকে কেন্দ্র করে বাংলাদেশের জনা ত্রিশেক উঠতি গলফার দিনমান পরিশ্রম করে চলেছেন। লক্ষ্য হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে নানান দেশ থেকে ছুটে আসা সেরা সেরা সব গলফারদের টেক্কা দিয়ে সফল হওয়া। বাংলাদেশের ক্রীড়াপাগল মানুষ গলফ নামক খেলাটাকে চিনেছিল সিদ্দিকুর রহমানের কল্যাণে। তিনি যে বার ব্রুনাই ওপেন জিতলেন। মিডিয়া জগতে আলোড়ন তুলেছিলেন সিদ্দিকুর রহমান। এরপর ধীরে ধীরে এই সিদ্দিকুরই গলফকে জনপ্রিয় খেলাগুলোর তালিকায় তুলে আনলেন। এখন তো ক্রিকেট, ফুটবলের পর গলফের নামই উচ্চারিত হয় বেশি। তবে হাঁটি হাঁটি পা পা করে চলতে গিয়ে গলফ বার বারই হারিয়ে যাচ্ছিল ক্রিকেট-ফুটবলের ভিড়ে। গলফকে জনপ্রিয় খেলার তালিকায় ক্রিকেটের সমান্তরালে তুলে আনতে প্রয়োজন ছিল একটা বিপ্লবের। সেই বিপ্লবই ঘটিয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল আলাপকালে জামাল হোসেন মোল্লা যেমন বললেন, ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন একটা বৃহৎ আয়োজন। আমি বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ দিই এমন দারুণ এক আয়োজনের পৃষ্ঠপোষকতা করার জন্য। ক্লাব কমিটির স্যাররাও এর জন্য অনেক চেষ্টা করেছেন।’ বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়ই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর টুর্নামেন্ট। ২৭ মে থেকে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারতসহ মোট ২৩টি দেশের ১৫০জন প্রফেশনাল গলফার অংশ নিবেন। এদের মধ্যে আছেন ভারতের রশিদ খান, থাইল্যান্ডের থওর্ন বিরাটচান্ত এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নামকরা অনেক গলফার। এদের সঙ্গে লড়াই করে বাংলাদেশ কতটা সফল হতে পারবে? জামাল বলছেন, ‘আমাদের গলফ কোর্স আন্তর্জাতিকমানের। আমি অনেক কোর্সেই খেলেছি। তবে এর মতো এত চমৎকার কোর্স কোথাও দেখিনি। অন্যান্য গলফ কোর্সের তুলনায় এখানে খেলা একটু কঠিন। অবশ্য আমাদের কাছে এটা পরিচিত কোর্স। অন্যদের তুলনায় এখানে আমাদের সফল হওয়ার সম্ভবানাই বেশি।’ বাংলাদেশের সিদ্দিকুর রহমান ছাড়াও সজীব আলি, জীবন আলি, দুলাল হোসেন এবং সোহেলের সম্ভাবনা ভালো বলে মন্তব্য করেছেন জামাল। এই তালিকায় নিজেকে রাখতেও ভুলেননি তিনি। তবে ফলাফলের চেয়েও জামাল বেশি গুরুত্ব দিয়েছেন টুর্নামেন্টাকে। ভারতের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এশিয়ান ট্যুর টুর্নামেন্ট আয়োজন করছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের গলফকে অনেকদূর এগিয়ে দিবে বলে বিশ্বাস করেন জামাল হোসেন মোল্লা।
জামাল হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ছেলেবেলা থেকেই ছিলেন ডানপিটে। পাড়ার ছেলেদের সঙ্গে সারা দিন খেলাতেই মেতে থাকতেন। বাবা-মা ছেলের কাণ্ড দেখে পাঠিয়ে দিলেন ঢাকা ক্যান্টমেন্টে। জামাল সেই ছোটো বেলায় এক আÍীয়ের কাছে চলে এসেছিলেন। তারপর বল বয় হিসেবে তিনি কাজ করেছেন গলফ কোর্সে। দেখেছেন সিদ্দিকুর রহমানদের বেড়ে উঠা। তাদের দেখে একদিন নিজেও গলফের দুনিয়ায় পা রাখেন। বল বয় থেকে হয়ে উঠেন প্রফেশনাল গলফার। ২০০৫ সালে অ্যামেচার গলফার হিসেবে এক বাছাইপর্বে অংশ নিয়ে পেশাদারদের হারিয়ে চ্যাম্পিয়ন হন। সেই সুবাদে স্থান পান জাতীয় দলেও। বাংলাদেশ জাতীয় গলফ দলের হয়ে পাকিস্তানে একটা টুর্নামেন্টও জয় করেন জামাল। জয় করেন দেশের ভিতরে বেশ কয়েকটা টুর্নামেন্ট। এবার বসুন্ধরা বাংলাদেশ ওপেনে দারুণ কিছু করে নিজের সামর্থ্যটা প্রমাণ করতে চান জামাল। বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছেন ১৫৬১ নম্বরে। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ভালো করলে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে জামালের। ২০১০ সালে পেশাদার গলফার হিসেবে নাম লেখানোর পর থেকে পিজিটিআই টুর্নামেন্ট খেলে চলেছেন তিনি। স্বপ্ন তিনিও একদিন সিদ্দিকুরের মতো বড় মাপের গলফার হবেন।
শিরোনাম
- পদোন্নতি পেয়ে সচিব হলেন আনোয়ার হোসেন
- বরিশাল মেডিকেলে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, বাসার কাজের ছেলের হাতে খুন স্কুলছাত্র
- সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
- রাজধানীর খিলগাঁওয়ে ভবনের ছাদে মিললো শটগান
- ১,০০০ ফুট উঁচু সুনামির আশঙ্কা বিজ্ঞানীদের
- জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা
- কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নতুন সচিব পেল তিন মন্ত্রণালয়
- এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু
- শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে : মার্কো রুবিও
- ‘ভারত মার্সিডিজ হলে, পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক’
- পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি : ট্রাম্প
- ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ আগস্ট)
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
বসুন্ধরা-বাংলাদেশ ওপেন
চেনা কোর্সে সাফল্য চান জামাল
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর