ন্যু ক্যাম্পে পেপ গার্ডিওলাকে ৩-০ গোলের পরাজয় উপহার দিয়েছিলেন লিওনেল মেসিরা। আজ অ্যালাইঞ্জ অ্যারিনায় পেপ গার্ডিওলা কি করবেন! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করতে হলে কমপক্ষে ৪-০ গোলে বার্সেলোনাকে হারাতে হবে। ইনফর্ম জেরার্ড পিকে, জর্দি আলবা, মাসকারেনো এবং দানি আলভেসের বজ্র আঁটুনি ছিন্ন করে বায়ার্ন আক্রমণভাগের সাধ্য আছে কি! এই প্রশ্নটারই উত্তর খুঁজবে আজ বায়ার্ন ভক্তরা অ্যালাইঞ্জ অ্যারিনায়।
অ্যালাইঞ্জ অ্যারিনায় বার্সেলোনার রেকর্ড খুব বাজে। ২০১১ সালে একটা প্রীতিম্যাচে ওখানে জয় পেয়েছিল কাতালানরা ২-০ গোলে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড পুরোপুরিই কাতালানদের প্রতিকূলে। গত দুইবার সেখানে খেলতে গিয়ে কোনো গোল না করেই বার্সেলোনা হজম করেছে ৬ গোল! অবশ্য অতীতের সেই বার্সেলোনা এখন আর নেই। মেসি-সুয়ারেজ-নেইমার (এমএসএন) বার্সেলোনায় এনেছেন নতুন প্রাণ। এই প্রাণশক্তির বলেই গত লেগে বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি একাই করেছিলেন দুই গোল। আজও মেসির দিকেই তাকিয়ে থাকবে বার্সেলোনা। অন্যদিকে বায়ার্ন মিউনিখ কিছুটা মরিয়া হয়েই খেলতে নামবে। গার্ডিওলা যেমন শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা। এখন প্রতিটা বায়ার্ন তারকাই বিশ্বাস করে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানেও হারানো সম্ভব। গার্ডিওলা বলছেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’ সেই সঙ্গে নিজেকে একজন বাস্তববাদী মানুষ বলেও ঘোষণা করেছেন গার্ডিওলা। বার্সেলোনার কোচ লুইস এনরিকেও স্বীকার করেন, বার্সেলোনার মিউনিখ মিশনটা খুব একটা সহজ হবে না। এমনকি গত ম্যাচে বায়ার্ন মিউনিখ অগসবার্গের মতো দলের কাছে হারার পরও মত পরিবর্তন করতে রাজি নন এনরিকে। তিনি বলেন, ‘আমি ম্যাচটা দেখেছি। বায়ার্ন মিউনিখ ৭০ মিনিটই খেলেছে ১০ জন নিয়ে। তারা সত্যিই দারুণ খেলেছে। আমাদেরকে মিউনিখে কঠিন পরীক্ষাই দিতে হবে।’ ইনজুরি আক্রান্ত ফ্র্যাঙ্ক রিবেরি আর অ্যারিয়েন রোবেন সম্ভবত আজও গার্ডিওলার দলে যোগ দিতে পারছেন না। সেক্ষেত্রে বায়ার্নের স্বপ্ন কিছুটা ফিকে হয়েই আছে। আর বার্সেলোনার মতো দলের ডিফেন্স লাইন ভেঙে ৪টা গোল করে নিজেদেরকে অক্ষত রাখা বর্তমান ইউরোপে যে কোনো দলের পক্ষেই প্রায় অসম্ভব ব্যাপার। তবে ‘মিরাকল’ বলেও যে একটা শব্দ আছে। আজ বায়ার্ন মিউনিখ না আবার সেই মিরাকলই ঘটিয়ে বসে!
শিরোনাম
- পদোন্নতি পেয়ে সচিব হলেন আনোয়ার হোসেন
- বরিশাল মেডিকেলে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, বাসার কাজের ছেলের হাতে খুন স্কুলছাত্র
- সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
- রাজধানীর খিলগাঁওয়ে ভবনের ছাদে মিললো শটগান
- ১,০০০ ফুট উঁচু সুনামির আশঙ্কা বিজ্ঞানীদের
- জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা
- কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নতুন সচিব পেল তিন মন্ত্রণালয়
- এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু
- শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে : মার্কো রুবিও
- ‘ভারত মার্সিডিজ হলে, পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক’
- পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি : ট্রাম্প
- ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ আগস্ট)
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
\\\'মিরাকল\\\' প্রয়োজন বায়ার্নের
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর