আগের ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও দুর্বল ফরাশগঞ্জকে হারাতে পারেনি বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। তাই গতকাল প্রতিপক্ষ ফেনী সকার হলেও ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় ছিল সমর্থকরা। না, পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী দলটি। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ২-১ গোলে ফেনী সকারকে পরাজিত করে। এ জয়ে আট ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করলো তারা। ম্যাচের ১৩ মিনিটে হেমন্তের গোলে এগিয়ে যায় রাসেল। কিন্তু ১৯ মিনিটে রেফারি আবদুল হান্নান বিতর্কিত পেনাল্টি দিলে খেলায় সমতা ফেরান ফেনীর মোস্তফা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালায় শেখ রাসেল। ৬০ মিনিটে কিংসলে গোল করে দলকে এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত এ গোলেই শেখ রাসেল পুরো পয়েন্ট সংগ্রহ করে।
প্রথমপর্বে বাকি দুই ম্যাচে শেখ রাসেলকে লড়তে হবে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের বিপক্ষে। ফেনী সকারকে হারানোর ফলে এমিলিরা এখন লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এলেন। অন্যদিকে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শেখ জামাল শীর্ষে অবস্থান করছে। ঢাকা আবাহনীর বিপক্ষে তাদের খেলা বাকি রয়েছে। এই ম্যাচে জামাল হারলে আর শেখ রাসেল দুই ম্যাচ জিতলে মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয়পর্ব শুরু করতে পারবে। সুতরাং দুর্বল প্রতিপক্ষ হলেও বাকি দুই ম্যাচে হোঁচট না খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে শেখ রাসেলকে। কে চ্যাম্পিয়ন হবে এখনই বলা অসম্ভব হলেও লিগে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।
এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকেও রুখে দিয়েছে ফরাশগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী ও ফরাশগঞ্জের ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেখ রাসেল ও শেখ জামালের মতো শক্তিশালী তারকা ভরা দল না গড়লেও চলতি মৌসুমে আবাহনীর শক্তি একেবারে খারাপ ছিল না। অনেকের ধারণা লিগে শিরোপা লড়াই এবার তিন দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। না, জাতীয় দলের সাবেক কোচ জর্জ কোটান জনপ্রিয় এ দলের প্রশিক্ষণের দায়িত্ব নিলেও আবাহনী সেই মান অনুযায়ী খেলতে পারছে না। লিগ শুরু করেছিল দুর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জের সঙ্গে ড্র করে। এরপর আবার শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার কাছে হার মানে। ফরাশগঞ্জের সঙ্গে ড্র করাতে আট ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়াল ১৪-তে। অর্থাৎ মূল্যবান ১০ পয়েন্ট নষ্ট করে লিগ লড়াই থেকে বেশ পিছিয়ে গেল চারবারের চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হার মানাতে সমর্থকরা আশায় ছিলেন প্রিয় দল জয়ে ফিরবে। না, প্রতিপক্ষ দুর্বল ফরাশগঞ্জ হলেও আবাহনী জ্বলে উঠতে পারেনি। আক্রমণ চালালেও তাতে পরিকল্পনার ছাপ ছিল না বলে গোলের মুখও দেখেনি। প্রথম পর্বে আবাহনীর খেলা বাকি রয়েছে শেখ জামাল ও মোহামেডানের সঙ্গে। কিন্তু যে অবস্থা তাতে কোটানের শিষ্যরা সুবিধা করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফরাশগঞ্জ এখনো রেলিগেশনের শঙ্কায় বন্দী হয়ে আছে। কিন্তু তাদের বড় প্রাপ্তি বিগ বাজেটের দল শেখ রাসেল ও জনপ্রিয় ক্লাব আবাহনীকে রুখে দিয়েছে।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
দুইয়ে উঠে এলো শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর