সাউ পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছাড়ার সময় বান্ধবী মার্সিয়া সিবেলের কাঁধে এক হাত রেখে হাসিমুখে ভক্তদের উদ্দেশ্যে আরেক হাত নাড়াচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এমন ছবি শনিবার প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। অবস্থা গুরুতর হওয়ায় অপারেশনও করতে হয়েছে তার। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৪ বছর বয়সী তিনবারের বিশ্বজয়ী এ ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলের মূত্রনালীতে ইনফেকশন হয়েছিল গত বছর। সেবারও সুস্থ হয়েই ফিরেছিলেন তিনি। এবার টিউমার আঘাত হেনেছে তাকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এটা তেমন কঠিন কোনো রোগ নয়। অপারেশনের ফলে এখন পূর্ণ সুস্থ আছেন পেলে।