বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ১৯৭৪ (সংশোধনী অধ্যাদেশ-১৯৭৬)-এর ২০ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ পেয়েছেন। তার জন্মস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী। বিসিএস প্রশাসন '৮৪ ব্যাচের একজন সুযোগ্য সদস্য। বিজ্ঞপ্তি