অবশেষে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের তৃতীয় আসরের সম্ভাব্য একটি তারিখও ঠিক করেছে বিসিবি। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ডিসেম্বর মাস। সময় নির্ধারিত হলেও কটি দল খেলবে, বিদেশি ক্রিকেটারদের কোটা কিংবা দল গঠন করতে কত টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, সে সব এখনো চূড়ান্ত করেনি। এসব চূড়ান্ত করতেই কাজ করছেন বিসিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। অবশ্য বিপিএল শুরুর সময় নির্ধারণ করার সঙ্গে সঙ্গে গত আসরে খেলা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধের সিদ্ধান্তও নিয়েছে ক্রিকেট বোর্ড।