বর্তমানে বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু, এই দুজনের মধ্যে কে সেরা তা নিয়েই যত বিতর্ক। তবে সব বিতর্কের মধ্যে পানি ঢেলে দিলেন দিয়েগো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন কিংবদন্তির মতে, মেসি ও রোনালদো কেউ কারোর চেয়ে কম নয়। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩টি গোল করেছেন মেসি। এক গোল বেশি করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো। এতেই দুজনের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পায়। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, 'মেসি রোনালদোর চেয়ে সেরা নাকি রোনালদো মেসির চেয়ে সেরা এই বিতর্কের কোনো মানে হয় না। আমি মনে করি, তারা দুজনই সমান পর্যায়ে রয়েছে। তবে, ডি-বক্সে বাইরে প্রতিপক্ষের সামনে মেসির তুলনায় রোনালদোই বেশি বিপজ্জনক।'
'৮৬ বিশ্বকাপের নায়ক আরও বলেন, 'মধ্যমাঠ থেকে প্রতিপক্ষের গোলপোস্ট সীমানার যেকোনো জায়গা থেকে রোনালদো কার্যকরী শট নিতে পারে। দূর থেকে শট নেওয়ার ক্ষেত্রে মেসি কিছুটা পিছিয়ে আছে। তবে, সে যেকোনো মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। সর্বোপরি, দুজনের কাউকেই খাটো করে দেখার উপায় নেই।'