পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান ভারত সফরে বিসিসিআই সভাপতি ডালমিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। দুই পক্ষই নতুন করে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক শুরু করার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে। ভারতীয় মিডিয়ায় এ খবর এখন ভাইরাসের মতোই ছড়িয়েছে যে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে। তবে শাহরিয়ার খান সাংবাদিকদের জানিয়েছেন, তার বাংলাদেশ সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি তাকে ভারত-পাকিস্তান ম্যাচ ঢাকায় আয়োজন করার প্রস্তাব দিয়েছে। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। সেসঙ্গে তিনি জানিয়েছেন, বিসিবি নাকি কথা দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামপূর্ণ দর্শক থাকবে। রবিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার খান। দুই বোর্ড আগামী ডিসেম্বর-জানুয়ারি পাকিস্তানের বর্তমান হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বলে তিনি জানান। ডালমিয়ার সঙ্গে বৈঠকের পরে সম্প্র্রতি বাংলাদেশ সফর করে যাওয়া শাহরিয়ার সাংবাদিকদের জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য 'খুবই আগ্রহী'। তিনি বলেন, 'বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়। আমরা বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য বিবেচনা করছি; যতক্ষণ পর্যন্ত না আমরা সেগুলো ভারত ও পাকিস্তানে আয়োজন করতে পারব।' ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবার গড়তে ডালমিয়াকেও আশাবাদী মনে হয়েছে। তবে তিনি বলেন, 'এজন্য কিছু সমস্যা দূর করতে হবে।' এর আগে বিসিবি গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস’
- নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই : সালাহউদ্দিন
- ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ
- বাংলাদেশের সমুদ্রসীমায় জরিপ চালাবে নরওয়ের গবেষণা জাহাজ
- চীন সফরে যাচ্ছেন মোদি
- শব্দদূষণ রোধে বসুন্ধরায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
- সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব : প্রাণিসম্পদ উপদেষ্টা
- স্পেনে ২৪ ঘণ্টায় দাবানলে পুড়ে গেছে আরও ৩০ হাজার হেক্টর জমি
- কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর
- ইরানে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- এশিয়া কাপে ভারতের দল ঘোষণা, নেতৃত্বে সূর্যকুমার
- ইসিকে ৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার
- জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে মহাসড়ক অবরোধ
- মধ্যনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ
- ভারত হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না : দুদু
- ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ
- পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনে শীর্ষে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
- স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি
- কোটা নিয়ে মুখোমুখি দু’পক্ষ, আবারও উত্তপ্ত রাবি