পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান ভারত সফরে বিসিসিআই সভাপতি ডালমিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। দুই পক্ষই নতুন করে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক শুরু করার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে। ভারতীয় মিডিয়ায় এ খবর এখন ভাইরাসের মতোই ছড়িয়েছে যে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে। তবে শাহরিয়ার খান সাংবাদিকদের জানিয়েছেন, তার বাংলাদেশ সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি তাকে ভারত-পাকিস্তান ম্যাচ ঢাকায় আয়োজন করার প্রস্তাব দিয়েছে। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। সেসঙ্গে তিনি জানিয়েছেন, বিসিবি নাকি কথা দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামপূর্ণ দর্শক থাকবে। রবিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার খান। দুই বোর্ড আগামী ডিসেম্বর-জানুয়ারি পাকিস্তানের বর্তমান হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বলে তিনি জানান। ডালমিয়ার সঙ্গে বৈঠকের পরে সম্প্র্রতি বাংলাদেশ সফর করে যাওয়া শাহরিয়ার সাংবাদিকদের জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য 'খুবই আগ্রহী'। তিনি বলেন, 'বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়। আমরা বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য বিবেচনা করছি; যতক্ষণ পর্যন্ত না আমরা সেগুলো ভারত ও পাকিস্তানে আয়োজন করতে পারব।' ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবার গড়তে ডালমিয়াকেও আশাবাদী মনে হয়েছে। তবে তিনি বলেন, 'এজন্য কিছু সমস্যা দূর করতে হবে।' এর আগে বিসিবি গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে।
শিরোনাম
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
ভারত-পাকিস্তান ম্যাচ বাংলাদেশে!
ক্রীড়া ড
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর