বিশ্বকাপ বাছাই পর্ব ফুটবলে নামার আগে উত্তর কোরিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটো প্রীতিম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। উত্তর কোরিয়া আসবে না বলে বাফুফেকে জানিয়ে দেয়। এরপর প্রতিবেশী ভারতকে আনার চেষ্টা চালানো হয়। কিন্তু ভারত না করার পর সিঙ্গাপুর যে প্রস্তুতি ম্যাচ খেলবে তা নিশ্চিত করেছে ফেডারেশন। ৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা থাকলেও তা ২ দিন এগিয়ে আনা হয়েছে। ৩০ মে একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়বে জাতীয় দল। ১১ জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ঢাকায় লড়বে কিরযিস্তানের বিপক্ষে। ১৬ জুন প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে তাজিকিস্তান। মূলত দুই ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে শিষ্যদের শক্তিটা যাচাই করতে চাচ্ছেন কোচ লোডডিক ক্রুইফ।
বাফুফের সাধারণ সম্পাদক আব নাইম সোহাগ আশা প্রকাশ করেছেন এ দুই প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হবে।