পুরুষদের ক্রিকেট লিগের একটি ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এক নারী পেসার। আর এ সময়ে দিয়েছেন মাত্র ৪৭ রান। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে দেশটির জাতীয় নারী ক্রিকেট দলের মিডিয়াম পেসার কেট ক্রস এ কৃতিত্ব দেখান।
হেউড ও আনসওর্থের মধ্যকার খেলায় ৪৭ রানে আট উইকেট শিকার করেন ক্রস। হেউড-এর হয়ে খেলা কেটের বোলিং তোপে ১২১ রানে অলআউট হয়ে যায় আনসওর্থ। ছয় উইকেটে জয়লাভ করে হেউড।
লীগের ১২৩ বছরের ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পান ২৩-বছর-বয়সী কেট ক্রস। গত এপ্রিলে তিনি এ সুযোগ পেয়েছেন।
ল্যাঙ্কাশায়ার নারী দলের হয়েও ক্রস নিজের অভিষেক ম্যাচে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ক্লিফটনের বিপক্ষে হেউডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৫/ এস আহমেদ