ফের ব্রাজিলের জার্সি গায়ে খেলতে পারবেন কাকা। কোপা আমেরিকার জন্য সেলেকাও কোচ দুঙ্গার প্রাথমিক ৩০ জনের দলে রয়েছেন তিনি।
এর আগে দুঙ্গার বেছে নেওয়া ২৩ জনের দলে স্থান হয়নি কাকার। পরে আরও ৭ জনকে যোগ করেন কোচ। যার মধ্যে রয়েছে ব্রাজিলীয় অ্যাটাকিং মিডিওর নাম। তালিকায় রয়েছেন ২২ বর্ষীয় ফিলিপ অ্যান্ডারসনও। জুনের ১১ থেকে চিলিতে শুরু হবে ফুটবলের অন্যতম সেরা টুর্নামেন্ট। কোপাতে ব্রাজিল স্কোয়াডে নিজেকে দেখতে চাইছেন ফিফার প্রাক্তন বর্ষসেরা ফুটবলার। গত বছর বিশ্বকাপে লুই ফিলিপে স্কোলারির দলে জায়গা হয়নি তার।
গত অক্টোবরে দুঙ্গার ডাকে জাপান ও আর্জেন্টিনার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি। এসি মিলানের হয়ে গোলের সেঞ্চুরি করে এ বছর জানুয়ারিতেই অরল্যান্ডো সিটির জার্সি গায়ে চাপিয়েছেন।