জুভেন্টাস অ্যারিনায় ২-১ গোলের পরাজয় কার্লো আনসেলত্তির কপালে কলঙ্ক তিলকই লাগিয়েছে। তাছাড়া বাড়ি ফিরে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলের ড্রতে অস্বস্তিটা আরও বেড়েছে। ইতালিয়ান এ কোচ এখন দাঁড়িয়ে আছেন খাদের কিনারে। এ এমন এক খাদ একবার পা পিছলে পড়লে উঠবার কোনো আশা নেই। লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে লা লিগার শিরোপা মোটামুটি হাতছাড়া। কোপা দেল রে কাপের আশা আগেই ত্যাগ করতে হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগই একমাত্র সুযোগ হয়ে এখনো আনসেলত্তির হাতে আছে। এ সুযোগও এমন, তেভেজ-পিরলো-পগবার মতো দুরন্ত ফুটবলারদের নিয়ে সাজানো গোছানো একটা দলকে হারাতে হবে। যাদের গোলবারের সামনে দাঁড়িয়ে দশকের সেরা গোলরক্ষক বুফন! জয়টা অবশ্য ১-০ গোলের হলেই হয়। অ্যাওয়ে ম্যাচে গোল পাওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জুভেন্টাসও কি ছেড়ে কথা বলবে!
ইতালিয়ান সিরি এ লিগ এরই মধ্যে জয় করেছে জুভেন্টাস। দুর্দান্ত ফর্মে আছেন কালোস তেভেজ। ইনজুরি থেকে ফিরছেন পল পগবা। সবমিলিয়ে জুভেন্টাস এ মুহূর্তে ইউরোপের সেরা ক্লাবগুলোর মধ্যে একটা। তাই বলে নিজেদের আশা ছেড়ে দিতে রাজি নন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তি। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ ঐক্যবদ্ধভাবে এ অবস্থার মোকাবিলা করবে। যে কোনো অবস্থায় সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছতে মরিয়া তার দল। বলছেন, 'দলটা এখন খুবই মনোযোগী। সেই সঙ্গে মরিয়া হয়ে একটা চমৎকার সেমিফাইনাল খেলার আশায় আছে। আরও একবার ফাইনালে উঠতে দলটা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে রাজি।' কার্লো আনসেলত্তি অবশ্য এ মুহূর্তটাকে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। লা লিগার আশাবাদ দেওয়ার পর এখন কেবল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগই আছে রিয়াল মাদ্রিদের সামনে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে দীর্ঘদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশায় জুভেন্টাসও নির্ভার হয়েই খেলতে চায়। আজ যাই হোক, সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের জন্য থাকবে দারুণ এক ফুটবলীয় লড়াই। একদিকে রক্ষণাত্দক জুভেন্টাস অন্যদিকে আক্রমণাত্দক রিয়াল মাদ্রিদ।