বিশ্রাম চেয়ে আসতে চাচ্ছেন না বিরাট কোহলী, রোহিত শর্মারা। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু হয়েছে ভারতের ক্রিকেট। বিশ্বকাপ শেষ করে এখন আইপিএল খেলছেন ক্রিকেটাররা। টানা খেলার ধকল সামলাতেই ভারতের তারকা ক্রিকেটাররা বাংলাদেশ সফর থেকে নিজেদের বিরত রাখতে চাচ্ছেন। তাদের অনুপস্থিতিতে শক্তি কমে যাবে ভারতের। কিন্তু দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশের বিপক্ষে দুর্বল শক্তির দল পাঠাতেও চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই দলে নিতে চাচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারদের। সেজন্য তারা বাংলাদেশে পাঠাতে পারে বীরেন্দার শেবাগ, হরভজন সিং, যুবরাজ সিং, জহির খানদের।
এসব অভিজ্ঞ ক্রিকেটারদের বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যও আছে বিসিসিআইয়ের। শেবাগ, জহির, যুবরাজরা এখনো ঘরোয়া ক্রিকেট খেলছেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। এরা কেউ আবার অবসরে যাননি। মাঠ থেকে মাথা উঁচু করে যাতে বিদায় নিতে পারেন, সেজন্যই এসব বর্ষিয়ান ক্রিকেটারদের বাংলাদেশ পাঠাতে চাচ্ছে বিসিসিআই। বিসিসিআই চাচ্ছে, আনুষ্ঠানিকভাবে এই চতুষ্ঠেয় যেন মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। ভারতীয় মিডিয়া মেইল টুডে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, 'অতীতে এসব ক্রিকেটারদের ভূমিকা ছিল অসাধারণ। কিন্তু তারা তার প্রতিদান পাননি। তারা যেন মাঠ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারেন, সেজন্য বোর্ড এই সুযোগ করে দিতে চায়। অনেকের কাছে এটাকে আবেগীয় মনে হবে। কিন্তু বোর্ড এটা করতে চাচ্ছে। অবশ্য সবকিছু নির্ভর করছে নির্বাচকদের উপর।' একটি টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ৭ জুন ঢাকায় আসছে ভারত।