এক বছর আগের ঠিক এই দিনটাই। ন্যু ক্যাম্পের দর্শকরা প্রবল উৎকণ্ঠা নিয়ে দেখছে মেসি-নেইমাররা মাথার ঘাম পায়ে ঝরিয়েও অ্যাটলেটিকোর 'দি গ্রেট ওয়াল'খ্যাত ডিফেন্স লাইন ভাঙতে পারছে না। হাত বাড়ালেই ছোঁয়া যায় এমন দূরত্বে লা লিগার শিরোপা। অথচ সেই শিরোপা অ্যাটলেটিকোর দৌরাত্ম্যে হারাতে হলো কাতালানদের। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে মেসিদের লা লিগার শিরোপা হারানোর এক বছরপূর্তি হলো আজ। এই দিনেই আরও একবার শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি বার্সেলোনা। ভিসেন্ট ক্যালডেরনে রোজি ব্ল্যাঙ্কোসদের হারালেই লা লিগার ২৩তম শিরোপা নিশ্চিত হবে কাতালানদের। সেই সঙ্গে নেওয়া হবে মোক্ষম প্রতিশোধও!
লা লিগায় ৩৬ ম্যাচে ৯০ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা অবস্থান করছে শীর্ষে। সমান ম্যাচে চার পয়েন্টে পিছিয়ে থেকে রিয়াল দ্বিতীয় স্থানে। ৭৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তিন নম্বরে। আজ অ্যাটলেটিকোকে হারালেই ৯৩ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। দুই ম্যাচ জিতেও রিয়াল মাদ্রিদ আর স্পর্শ করতে পারবে না কাতালানদের।
জেরার্ড পিকে বলছেন, বার্সেলোনা এখন বম্ব-প্রুফ একটা দল। জার্মান, ইতালিয়ান কিংবা অন্য কোনো বম্বার বার্সার গায়ে ফুটোটাও তৈরি করতে পারবে না। পিকের কথায় যুক্তি আছে বটে। লা লিগায় গত পাঁচ ম্যাচে মেসিরা ২০ গোল করেছেন। বিপরীতে নিজেদের জালে একটা বলও ঢুকতে দেননি পিকে-মাসকারেনোরা! যে নিন্দুকেরা একসময় বার্সেলোনাকে তুলোধুনো করে ছেড়েছে সেই তারাই এখন বলে, গার্ডিওলার যুগের পর বার্সা এখন সেরা সময় পার করছে। মেসি-সুয়ারেজ-নেইমার (এমএসএন) দলটাকে অপ্রতিরোধ্য করে তুলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদই তো এর প্রমাণ। বার্সেলোনার সঙ্গে গত নয়টা লড়াইয়ে জয়ের দেখা নেই রোজি ব্ল্যাঙ্কোসদের। এর মধ্যে হেরেছেই ৭টা! বার্সেলোনার বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড এটা অ্যাটলেটিকোর।
অ্যাটলেটিকোর স্লোভেনিয়ান গোলরক্ষক জ্যান ওবল্যাক ঘোষণা করেছেন, এমএসএনকে ভয় পান না তিনি। অন্যদিকে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস বলছেন, বার্সেলোনার শিরোপা উৎসবে বাধ সাধবেন। বার্সেলোনা অ্যাটলেটিকোর হুমকি কিংবা অন্য কোনো বিষয় নিয়ে ভাবছেই না। কোচ লুইস এনরিকের চোখে ভাসছে কেবল ত্রি-শিরোপা। স্প্যানিশ এ কোচ বলছেন, 'আমরা প্রতিটা শিরোপা থেকেই মাত্র একটা করে জয় থেকে দূরে দাঁড়িয়ে আছি। এবার সময় এসেছে কাজটা ভালোভাবে সমাধা করার।' লা লিগা, কোপা দেল রে কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ; তিনটা টুর্নামেন্টেই একটা করে ম্যাচ জিতলে আরও একবার ত্রি-শিরোপার মালিক হতে পারে বার্সেলোনা। এর আগে গার্ডিওলা যুগে ২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মতো ত্রি-শিরোপা (লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ) জয় করেছিল কাতালানরা।