অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ 'বিগ ব্যাশে' মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলবেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ২০১৫-১৬ মৌসুমে খেলার জন্য ইতিমধ্যেই ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। গত মৌসুমে মেলবোর্নের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার দলটি গেইলের সঙ্গে চুক্তি করেছে। ক্যারিবীয় তারকা ২০১২-১৩ মৌসুমে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলেছেন।
গেইল বলেন, 'অস্ট্রেলিয়ার ক্রীড়া রাজধানী মেলবোর্নের হয়ে মাঠে নামার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমার লক্ষ্য থাকবে ভক্তদের মন জয় করে ক্লাবের জয়ে বড় ভূমিকা রাখা। গেইলের মতো তারকা ক্রিকেটারকে দলে পেয়ে উচ্ছ্বসিত মেলবোর্নের কোচ ডেভিড সাকের। তিনি বলেন, 'গেইলের সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। গোটা বিশ্ব জানে গেইল কেমন ব্যাটসম্যান। সে তো দুর্দান্ত একজন ব্যাটসম্যান বটেই, আমার কাছে মনে হয় গেইল একজন দারুণ অলরাউন্ডারও। তাকে দলে পাওয়ায় দলের অন্যান্য ক্রিকেটারদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ কাজ করবে। তাকে দলে পেয়ে আমি খুবই খুশি। এখন আমার কাজটাও অনেক সহজ হয়ে যাবে বলে মনে করি।'