সেমিফাইনালে নিজ নিজ প্রতিদ্বন্দ্বিকে সরাসরি সেটে হারিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের শীর্ষ দুই বাছাই নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ স্পেনিশ তারকা ডেভিড ফেরেরকে ৬-৪, ৬-৪ গেমে হারান। আরেক সেমিফাইনালে দুই নম্বর বাছাই ফেদেরার স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেন। আজ রবিবার বিকালে জোকোভিচ ও ফেদেরারের মধ্যকার এই ফাইনাল অনুষ্ঠিত হবে। চলতি বছর এই নিয়ে ফাইনালে তিনবার মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ