২০০৯ সালের পর এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে আসছে। এ সফরে দেশ দুটির মধ্যে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ান খান জিম্বাবুয়ের পাকিস্তান সফরের কথা নিশ্চিত করেছেন।
গত ১৩ মে পাকিস্তানের করাচিতে একটি বাসে সন্ত্রাসী হামলায় ৪৫ জন নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জিম্বাবুয়ে বোর্ডের পক্ষ থেকে এ সফর হচ্ছে না বলে প্রথমদিকে জানিয়ে দেওয়া হয়েছিল। পরে অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চেয়ারম্যান উইলিয়াম মানাজ পিসিবি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলে এজন্য দুঃখ প্রকাশ করে সফর হচ্ছে বলে নিশ্চিত করেন।
এদিকে, জিম্বাবুয়ে সফর সামনে রেখে গতকাল থেকেই ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। দীর্ঘদিন পর নিজেদের ভূখণ্ডে ক্রিকেট খেলা উপভোগ করতে টিকেট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে পাকিস্তানী ক্রিকেট ভক্তরা।
উল্লেখ্য, ২২ মে সফরকারী জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ মে দ্বিতীয় টি-২০ ম্যাচের পর ২৬ মে থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু হবে। ২৯ ও ৩১ মে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর ডনের
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ