একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্রাড হাদিন। দেশের হয়ে চলতি বছরের মার্চে একাদশ বিশ্বকাপ জিতে ইতিমধ্যে নিজের লালিত স্বপ্ন পূরণ করেছেন অস্ট্রেলিয়া দলের উইকেটরক্ষক ব্রাড হাডিন। তাই একদিনের ক্রিকেট অবসর নেওয়ার এখনই সময় বলে জানান তিনি।
৩৭ বছর বয়সী হাদিন অস্ট্রেলিয়ার হয়ে ১২৬টি একদিনের ম্যাচ খেলেছেন। ৩১.৫৩ গড়ে মোট ৩১২২ রান করেছেন। তার সেঞ্চুরি সংখ্যা ২টি আর হাফ সেঞ্চুরি ১৬টি। সর্বোচ্চ রান ১১০।
অসবর গ্রহণ প্রসঙ্গে হাদিন বলেন, 'আমি একদিনের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গর্বিত। তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছি। তাই সরে দাড়ানোর এখনই সঠিক সময়।'
এদিকে, একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও নিয়মিত টেস্ট ক্রিকেট খেলে যাওয়ার কথা জানিয়েছেন হাদিন। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। মোট রান ৩২০৭। সেঞ্চুরির সংখ্যা ৪টি আর হাফ সেঞ্চুরি ১৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৬৯ রান।
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ