সাসুলো ছিল ইতালিয়ান সিরিএ লিগের ১৬ নম্বর দল। এসি মিলান ১০ নম্বর। স্থানের হিসেবে হয়ত দুই দলের ব্যবধান খুব বেশি নয়। কিন্তু এসি মিলান নামটার মধ্যেই একটা আভিজাত্য আছে। যে কোনো দলের জন্যই এসি মিলান একটা ভীতির নাম। কিন্তু গতকাল সাসুলো সেই এসি মিলানকে নিয়েই যেনো ছেলেখেলা খেলল। হারিয়ে দিল ৩-২ ব্যবধানে। এ পরাজয়ের ইতালির উদীয়মান তারকা ডমিনিকো বেরার্দির হ্যাটট্রিকে উড়েই গেল এসি মিলান! এ পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো ইনজাগির দলের ইউরোপীয়ান টুর্নামেন্ট খেলার স্বপ্ন। ৩৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এসি মিলান অবস্থান করছে ইতালিয়ান সিরিএ লিগের ১০ নম্বরে। ইউরোপীয়ান টুর্নামেন্ট খেলার জন্য অন্তত পয়েন্ট তালিকায় ছয়ের ভিতরে থাকতে হবে তাদেরকে। চলতি মৌসুমে এসি মিলানের পক্ষে আর ছয়ে উঠা সম্ভব হচ্ছে না। স্যাম্পডোরিয়া ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ছয় নম্বরে। সামনের দুই ম্যাচ জিতলেও আর এসি মিলান স্পর্শ করতে পারছে না ষষ্ঠ স্থান! এদিকে শনিবার ইতালিয়ান ডার্বিতে জয় পেয়েছে জুভেন্টাস। গুইসেপ মেজ্জাতে ওল্ড লেডিরা ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। মারচিসিও এবং আলভারো মোরাতার গোলে জয় পেয়েছে জুভেন্টাস। এ জয়ে ইতালিয়ান সিরিএ লিগে আগেই শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট সংগ্রহ করল। ইন্টার মিলান সমান ম্যাচে সংগ্রহ করেছে ৫২ পয়েন্ট। অন্তত ইউরোপা লিগ খেলতে হলেও সামনের দুটি ম্যাচে জিততে হবে ইন্টার মিলানকে। সামনে জেনোয়া ও এম্পলির সঙ্গে ম্যাচ রয়েছে তাদের। দেখা যাক মানসিনির শিষ্যরা ইউরোপা লিগ নিশ্চিত করতে পারে কি না!