বিশ্ব অলিম্পিক দিবস ২৩ জুন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিনটি উদযাপন করে। কিন্তু এবারে রোজা থাকায় অলিম্পিক অ্যাসোসিয়েশন দিনটি আজই পালন করবে। অন্যতম কর্মসূচির মধ্যে থাকছে র্যালি। অর্থাৎ যা ডে-রান বলে পরিচিত। ঢাকার বাইরেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কথা ঘুরে-ফিরে অলিম্পিক দিবস উপলক্ষে শুধু ডে-রান কেন? অন্য কিছুর কি আয়োজন করা যায় না। বিশ্বের অন্য দেশের কথা বাদই দিলাম। ভারতে বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার আয়োজন করে। সংবর্ধনা জানানো হয় গেমস পদক জয়ী ক্রীড়াবিদদের। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিক গেমসে অংশ নিলেও কখনো পদক জেতা হয়নি। তাই পদক জয়ীদের সংবর্ধনা জানানোর প্রশ্নই উঠে না। কিন্তু বিশিষ্ট ক্রীড়া নিয়ে কোনো অনুষ্ঠানতো করা যেত। বার বার ডে-রান করাতে বাংলাদেশে অলিম্পিক দিবস একঘেঁয়েমি হয়ে পড়েছে। এ থেকে বের হওয়া যায় কিনা তা বিওএ কর্মকর্তাদের চিন্তা করা উচিত।