ফতুল্লা টেস্টে চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি ভারত। ইনিংস ঘোষণা করেছেন দলটির নতুন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬২ রান করা সফরকারীদের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়েই ইনিংসের শুরু করে টাইগাররা। মাত্র ৮ বল খেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করার গৌরবটা ঝুলিতে পুরে নেন ওপেনার তামিম ইকবাল। উইকেটের চারপাশে শটস খেলে দ্রুত রান তোলায় ব্যস্ত ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু ষষ্ঠ ওভারের শেষ বলে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের বলে ড্রাইভ করতে গিয়ে মিস করেন তামিম। সুযোগ পেয়ে উইকেটরক্ষক ঝৃদ্ধিমান সাহা তামিমের স্ট্যাম্প ভেঙে দেন।
অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। টিভিতে রিপ্লে দেখে তামিমকে আউট দিতে সময় নষ্ট করেননি তৃতীয় আম্পায়ার এনামুল হক মনি। ১৯ রানে আউট হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। তামিম ভেঙেছেন হাবিবুল বাশার সুমনের রেকর্ড। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে ৩০২৬ রান। শনিবার হাবিবুল বাশারকে ছাড়িয়ে যেতে ৭ রান প্রয়োজন ছিল তামিমের। খুব সহজেই সেই রান ছাড়িয়ে যান বাঁহাতি তামিম। তামিমের রান ৩০৩৯।
তামিম দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে এই ২ ফরম্যাটের ক্রিকেটে ৬টি জায়গায় সর্বোচ্চ আসনে বসেছেন শনিবার। এর আগে ২ ফরম্যাটের ক্রিকেটে (টেস্ট ও ওয়ানডে) পাঁচ জায়গায় (টেস্ট ও ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, টেস্ট ও ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরি এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান) শীর্ষে তামিমের নাম। শুধু টেস্টের সর্বোচ্চ রানের ক্ষেত্রে হাবিবুল বাশারের চেয়ে পিছিয়ে ছিলেন এই ওপেনার। টেস্টে হাবিবুল বাশারের রান ৩০২৬। শনিবার ইনিংস শুরুর আগে তার প্রয়োজন ছিল ৭ রানের। এটাকে টপকে তামিম এখন ২ ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের শুধু নয়; বিশ্ব ক্রিকেটে নতুন নজির স্থাপন করেছেন।
এর আগে তামিমের নামের পাশে লেখা হয়েছে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান (৪৪৩৭), টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টে সর্বোচ্চ ইনিংস (২০৬) এবং ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের (১৫৪) রেকর্ড।
ক্রিকেটের ইতিহাসে এমন নজির শচিন টেন্ডুলকার কিংবা রিকি পন্টিংদেরও নেই। এক্ষেত্রে তামিমের সবচেয়ে কাছাকাছি আছেন শচিন এবং পন্টিং। দুজনই নিজ নিজ দলের পক্ষে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক। তবে নিজেদের দলের হয়ে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি শচিন এবং পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/ এস আহমেদ