পেরু এবং বলিভিয়া প্রতিবেশী দুই দেশ। তাই অলিখিত একটি লড়াই রয়েছে দুদেশের মধ্যে। তার ওপর দুই প্রতিবেশীর ১৮৭৯-৮৩ সাল পর্যন্ত চার বছর মেয়াদি যুদ্ধের পর সেটা আরও জোরালো এখন জীবনযাত্রায়। দুই দেশের ফুটবল লড়াইকে বলা হয় ‘ক্ল্যাসিকো ডেল প্যাসিফিকো’। কাল ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। লড়াইয়ে পাওলো গুইরারোর হ্যাটট্রিকে ৩-১ গোলে বলিভিয়াকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ২০১১ সালের কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা পেরু। ৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিতে পেরুর প্রতিপক্ষ স্বাগতিক চিলি।
টুর্নামেন্ট শুরুর সময় কেউই পেরুকে নম্বর দেয়নি। ফুটবল বিশেষজ্ঞরা বলাবলি করছিলেন, প্রথম রাউন্ডের বেড়া টপকাতে পারবে না দলটি। কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক চমক উপহার দিতে থাকেন গুইরারোরা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সেই চমক অব্যাহত রেখে উড়িয়ে দিয়েছেন বলিভিয়াকে। চার বছর পর আবার দলকে সেমিতে তোলার নায়ক গুইরারো একাই গুঁড়িয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু দেশ বলিভিয়াকে।
শুরুতে ফুটবলপ্রেমীদের আশঙ্কা ছিল ঘুমপাড়ানি ম্যাচ দেখার। কিন্তু সেমিতে খেলার স্বপ্নে বিভোর দুই প্রতিবেশী শুরু থেকেই অলআউট ফুটবল খেলে আবেশি করে তোলে ফুটবলপ্রেমীদের। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ যখন জমে ওঠে, ঠিক তখনই এগিয়ে যায় পেরু। ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে সিরিএর দল ফিওরেন্টিনার মধ্যমাঠের খেলোয়াড় জুয়ান ম্যানওয়েল ভারগাসের দুর্দান্ত ক্রস বলিভিয়ার গোলরক্ষক রোমের কুইনোনেজ গ্রিপ করার আগেই ৩১ বছর বয়স্ক গুইরারো দুর্দান্ত হেডে এগিয়ে নেন পেরুকে (১-০)। তিন মিনিট পর গোলসংখ্যা দ্বিগুণ করেন গুইরারোরা। মধ্যমাঠের ক্রিশ্চিয়ান চুয়েভার দৃষ্টিনন্দন ফ্রি-কিক বলিভিয়ার রক্ষণভাগে পড়লে বল ধরে ফেলেন গুইরারো। এরপর মাথা ঠাণ্ডা রেখে গোলসংখ্যা দ্বিগুণ করেন তিনি (২-০)। দুই গোলে এগিয়ে যায় দুবারের কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন পেরু। পেরু প্রথম শিরোপা জিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ১৯৩৯ সালে। দ্বিতীয় শিরোপা জিততে দলটিকে অপেক্ষা করতে হয় ৩৬ বছর। ১৯৭৫ সালে টিওফিলো কিওবিলাসের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় শিরোপা জিতে দলটি। এরপর ৪০ বছর ধরে শিরোপা পেছনে পেছনে ছুটছে দলটি। এবার সেই খরা দূর করতে মরণপণ লড়ছে। দুই গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় দলটি। গুইরারো, চুয়েভাদের মুহুর্মুহু আক্রমণে বেসামল হয়ে পড়ে বলিভিয়া। সাঁড়াশি আক্রমণে মাঠের কর্তৃত্ব তুলে নিলেও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল পাসের সুবিধা নিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন গুইরারো (৩-০)। তিন গোলে এগিয়ে নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করে নেয় পেরু। এই ফাঁকেই একটি গোল শোধ করে বলিভিয়া। পেনাল্টি থেকে বলিভিয়ার একমাত্র গোলটি করেন মোরেনো (৩-১)।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
গুইরারোর হ্যাটট্রিকে সেমিতে পেরু
পেরু ৩ : ১ বলিভিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর