পেরু এবং বলিভিয়া প্রতিবেশী দুই দেশ। তাই অলিখিত একটি লড়াই রয়েছে দুদেশের মধ্যে। তার ওপর দুই প্রতিবেশীর ১৮৭৯-৮৩ সাল পর্যন্ত চার বছর মেয়াদি যুদ্ধের পর সেটা আরও জোরালো এখন জীবনযাত্রায়। দুই দেশের ফুটবল লড়াইকে বলা হয় ‘ক্ল্যাসিকো ডেল প্যাসিফিকো’। কাল ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। লড়াইয়ে পাওলো গুইরারোর হ্যাটট্রিকে ৩-১ গোলে বলিভিয়াকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ২০১১ সালের কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা পেরু। ৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিতে পেরুর প্রতিপক্ষ স্বাগতিক চিলি।
টুর্নামেন্ট শুরুর সময় কেউই পেরুকে নম্বর দেয়নি। ফুটবল বিশেষজ্ঞরা বলাবলি করছিলেন, প্রথম রাউন্ডের বেড়া টপকাতে পারবে না দলটি। কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক চমক উপহার দিতে থাকেন গুইরারোরা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সেই চমক অব্যাহত রেখে উড়িয়ে দিয়েছেন বলিভিয়াকে। চার বছর পর আবার দলকে সেমিতে তোলার নায়ক গুইরারো একাই গুঁড়িয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু দেশ বলিভিয়াকে।
শুরুতে ফুটবলপ্রেমীদের আশঙ্কা ছিল ঘুমপাড়ানি ম্যাচ দেখার। কিন্তু সেমিতে খেলার স্বপ্নে বিভোর দুই প্রতিবেশী শুরু থেকেই অলআউট ফুটবল খেলে আবেশি করে তোলে ফুটবলপ্রেমীদের। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ যখন জমে ওঠে, ঠিক তখনই এগিয়ে যায় পেরু। ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে সিরিএর দল ফিওরেন্টিনার মধ্যমাঠের খেলোয়াড় জুয়ান ম্যানওয়েল ভারগাসের দুর্দান্ত ক্রস বলিভিয়ার গোলরক্ষক রোমের কুইনোনেজ গ্রিপ করার আগেই ৩১ বছর বয়স্ক গুইরারো দুর্দান্ত হেডে এগিয়ে নেন পেরুকে (১-০)। তিন মিনিট পর গোলসংখ্যা দ্বিগুণ করেন গুইরারোরা। মধ্যমাঠের ক্রিশ্চিয়ান চুয়েভার দৃষ্টিনন্দন ফ্রি-কিক বলিভিয়ার রক্ষণভাগে পড়লে বল ধরে ফেলেন গুইরারো। এরপর মাথা ঠাণ্ডা রেখে গোলসংখ্যা দ্বিগুণ করেন তিনি (২-০)। দুই গোলে এগিয়ে যায় দুবারের কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন পেরু। পেরু প্রথম শিরোপা জিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ১৯৩৯ সালে। দ্বিতীয় শিরোপা জিততে দলটিকে অপেক্ষা করতে হয় ৩৬ বছর। ১৯৭৫ সালে টিওফিলো কিওবিলাসের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় শিরোপা জিতে দলটি। এরপর ৪০ বছর ধরে শিরোপা পেছনে পেছনে ছুটছে দলটি। এবার সেই খরা দূর করতে মরণপণ লড়ছে। দুই গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় দলটি। গুইরারো, চুয়েভাদের মুহুর্মুহু আক্রমণে বেসামল হয়ে পড়ে বলিভিয়া। সাঁড়াশি আক্রমণে মাঠের কর্তৃত্ব তুলে নিলেও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল পাসের সুবিধা নিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন গুইরারো (৩-০)। তিন গোলে এগিয়ে নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করে নেয় পেরু। এই ফাঁকেই একটি গোল শোধ করে বলিভিয়া। পেনাল্টি থেকে বলিভিয়ার একমাত্র গোলটি করেন মোরেনো (৩-১)।
শিরোনাম
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
গুইরারোর হ্যাটট্রিকে সেমিতে পেরু
পেরু ৩ : ১ বলিভিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর