একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং পাওয়ার প্লে বাতিলসহ ফিল্ডিংয়ে আরো কয়েকটি পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সীমিত ওভারের এই ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাতিলের দেয়ার সুপারিশ করেছিল। এর প্রেক্ষিতেই বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় ২৬ জুন এই বিষয়টি অনুমোদিত হয়।
ওয়ানডের নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুই জন 'ক্লোজ ফিল্ডার' রাখার নিয়ম বাদ দেয়া হয়েছে। আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে। এর ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুইজন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন।
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব 'নো' বলেই এখন ফ্রি-হিট দেয়া হবে। আগে কেবল পায়ের 'নো' বলে (ওভারস্টেপিং) ফ্রি-হিট দেয়া হতো। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজ থেকেই এই নিয়ম কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/শরীফ