শহীদ আফ্রিদি, ক্রিস গেইলদের উপস্থিতি অনেক বেশি আলোকিত করেছিল বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরকে। তৃতীয় আসর আগের দুটিকে পেছনে ফেলে এবার আরও বেশি জমকালো করার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গতকাল বিপিএলের গভর্নিং কাউন্সিল তাই জানিয়েছে। সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগ্রহী ১০ দলের নাম। অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিল এও জানিয়েছে, আগের ফ্র্যাঞ্চাইজিদের জন্য দ্বার এবারও উন্মুক্ত। সঙ্গে অবশ্য শর্ত জুড়ে দিয়েছে; বকেয়া অর্থ পরিশোধ করতে হবে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের।
প্রথম ও দ্বিতীয় আসর ভালোভাবে শেষ করেছে বিসিবি। কিন্তু আসর দুটিকে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেনি একবারের জন্যও। বিশেষ করে দ্বিতীয় আসর নিয়ে লজ্জার শেষ নেই বিসিবির। ম্যাচ পাতানোর অভিযোগ, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল, দেশি ও বিদেশি ক্রিকেটারদের অর্থ পরিশোধ না করার অভিযোগে বিদেশি মিডিয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশ- বেশ লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে গত দুই বছর বিপিএলের কোনো আসর আয়োজন করেনি বিসিবি। তবে ক্রিকেট ও ক্রিকেটারদের কথা ভেবে বিসিবি এবার তৃতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় আগ্রহী দল চেয়ে বিজ্ঞাপনও দেয়। সেই বিজ্ঞাপন দেখেই ১০টি দল সাত বিভাগের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনতে আবেদন করে। এদের মধ্যে থেকে ক্রিকেটের প্রতি কমিটমেন্ট দেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত করা হবে সাত ফ্র্যাঞ্চাইজি।
বিসিবির শর্ত পূরণ করে আগ্রহ দেখিয়েছে ১০টি প্রতিষ্ঠান। তাদেরকে বাড়তি কোনো প্রাধান্য দিবে কি না, সে প্রসঙ্গে কিছু না বললেও পুরনোদের সুযোগ থাকছে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক, ‘আগের ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী ছিল অংশগ্রহণে। কিন্তু অর্থ পরিশোধ না করায় তাদেরকে অংশ নিতে দেওয়া হয়নি। তবে তারা অংশ নিতে পারবেন। এজন্য পাওনা যাবতীয় অর্থ পরিশোধ করতে হবে।’ উল্লেখ্য, কিছুদিন আগে অর্থ পরিশোধ না করায় দ্বিতীয় আসরের সাত ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করেন আদালত।
আগের ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেট বোর্ডের কাছে স্বত্ব ক্রয়ের অর্থ পরিশোধ করেনি। পরিশোধ করেনি দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক। এরফলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে দেশি ও বিদেশি মিডিয়ায় বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। ক্রিকেটারদের অর্থ পরিশোধের জন্য বিসিবি বেশ কয়েকবার তাগাদা দেয় ফ্র্যাঞ্চাইজিলোকে। কিন্তু কর্ণপাত করেনি দলগুলো। এবার যাতে ক্রিকেটারদের অর্থ প্রাপ্তিতে কোনো সমস্যা না হয়, সেজন্য বিসিবি নিজেই দায়িত্ব নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনতে আগ্রহী দলগুলোকে বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে বিসিবি। যার অন্যতম, ১ কোটি টাকার ব্যাংক ড্রাফট ও ৪ কোটি টাকার পে অর্ডার দিতে হবে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ক্রয় ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক, সব মিলিয়ে ব্যয়েরও ব্যারিয়ার দিয়েছে বিসিবি। ৭-৮ কোটি টাকার মধ্যে কাজ সারতে হবে দলগুলোকে। আগের আসরগুলোর অর্থ পরিশোধের বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়কে দায়িত্ব দিয়েছে বিসিবি। অর্থের ব্যারিয়ার দিয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব মল্লিক জানিয়েছেন, বিপিএলকে বাণিজ্যিকভাবে দেখছে না বিসিবি।
আগের আসরগুলোর টেলিভিশন স্বত্ব পেয়েছিল চ্যানেল নাইন। কিন্তু অর্থ পরিশোধ না করায় বাতিল করেছিল টিভি স্বত্ব। অর্থ পরিশোধ করায় পরের চার আসরের টিভি স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন।
শিরোনাম
- নদী ভাঙনে বিলীন এক বছরে ১৬২ হেক্টর ফসলি জমি
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
- পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
- ‘জংলি’ সুপারহিট! আয় জানালেন প্রযোজক
- ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’, সনু নিগমের কনসার্টে কন্নড় ভাষা বিতর্ক
- সজারু থেকে গুইসাপ, বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
- রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা ভাবছেন ট্রাম্প
- উঁচু হিল পরা নিয়ে বিরাটের প্রশ্নে ক্ষুব্ধ আনুশকা!
- চীনের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছেন সালমান খান!
- ২৫ টাকায় হানিয়াকে দেখার সুযোগ! ভারতীয়দের টার্গেট করে জালিয়াতি
- পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : তারেক রহমান
- মা হলেন পাগলী, পিতার পরিচয় জানা যায়নি
- ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: নাহিদ
- যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
- ধোনির বিদায় চাইলেন গিলক্রিস্ট!
- যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো নিয়ে প্রিন্স হ্যারির আপিলের রায় আজ
- ২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর
- ‘এখনও কাশ্মীরের জঙ্গলে’ লুকিয়ে আছে পেহেলগাঁও হামলাকারীরা: ভারতীয় তদন্ত সংস্থা
- বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
- মে দিবসে আমেরিকায় হাজারের বেশি স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ থাকছে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম