দর্শকের উল্লাস না থামতেই ফের গোল। একের পর এক গোল হজম করতে গিয়ে হাপিয়ে ওঠে স্যান ম্যারিনো। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে দলটিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শুক্রবার রাতের এ ম্যাচে দুই মিনিটের মধ্যেই দুই গোল হজম করে স্যান ম্যারিনো।
আগের দুই দেখায়ও জার্মানির কাছে গোল বন্যায় ভেসেছিল স্যান ম্যারিনো। ফিফা স্বীকৃত গত দুইবারের মুখোমুখি লড়াইয়ে জার্মানির কাছে মোট ১৯ গোল হজম করেছিল স্যান ম্যারিনো। প্রথম দেখায় ১৩-০ ব্যবধানে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তারা হেরেছিল ৬-০ গোলে। এবার ব্যবধান ৮-০।
জার্মানির ৮-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন সার্জ গিনাব্রি। এছাড়া ইয়োনাস হেক্টর দুটি, সামি খেদিরা ও কেভিন ভোলান্ড একটি করে গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী।
দাপুটে জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জার্মানি। অন্যদিকে, টানা চার ম্যাচে হারের লজ্জায় ডুবল স্যান ম্যারিনো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ