বিপিএল চতুর্থ আসরে টানা তৃতীয় ম্যাচে টস জিতেছে রংপুর। সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কয়েন নিক্ষেপ করতে নেমে জয় হয়েছে রংপুরেরই। টস জিতেই সাকিবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নাঈম ইসলাম।
এর আগে প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত দুটি জয় তুলে নিয়েছে রংপুরের রাইডাররা। প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের করা ১২৪ রানের চ্যালেঞ্জ তারা পার হয়ে যায় মাত্র ১ উইকেট হারিয়েই, ১৫ ওভারে। দ্বিতীয় ম্যাচে তো খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করে লজ্জায় ডুবিয়েছে রংপুর। জিতেছে ৯ উইকেটের ব্যাবধানে।
আজও শনিবারও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতেছে রংপুর। বিপিএলের দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে জয় খুবই সহজ। সুতরাং, টস জয়টা এখানে বেশ গুরুত্বপূর্ণ। সেই ভাগ্যটাই গেলো সৌম্য সরকার-শহিদ আফ্রিদিদের পক্ষে।
অপরদিকে ঢাকা প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে রাজশাহী কিংসের কাছে হেরে গেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৭