তরুণ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের জীবনীভিত্তিক বই আসছে অমর একুশে বইমেলায়। বইয়ের নাম 'কাটার মাস্টার মোস্তাফিজ'।সোমবার থেকে বইমেলায় পাওয়া যাবে বইটি।
বইটি যৌথভাবে লিখেছেন বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও মু. খাদেমুল ইসলাম নামে সাকিব আল হাসানের এক পরিচিতজন।
বইটি প্রকাশ করা হচ্ছে রূপ প্রকাশন থেকে (২৭০-৭১ নং স্টল)। মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বইটিতে তরুণ খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের শৈশব, কৈশোরের নানা কাহিনী, বেড়ে ওঠা, প্রশিক্ষণ, অর্জন সবই মিলবে। থাকছে খেলার জগতে পা রাখার পেছনের কথাও।
বইটিতে বিভিন্ন সময়ে মোস্তাফিজুর রহমানেরর দায়িত্বে থাকা কোচ এবং ভাইয়ের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। আছে কিছু দুর্লভ ছবিও।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা