আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু তার আগে নিজের রাজ্যের নাম জড়িয়ে একটি টুইট করেছিলেন ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই টুইটই কাল হয়ে দাঁড়ালো বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অশ্বিন তাই এখন মহাফ্যাসাদে!
টাইমস অব ইন্ডিয়ার খবর, তামিলনাড়ু সরকারের একটি কর্মসংস্থানের উদ্যোগ নিয়ে সোমবার একটি টুইট করেন অশ্বিন। টুইটে তিনি লিখেন, "তামিলনাড়ুর তরুণদের বলছি, শিগগিরই ২৩৪টি পদে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।"
যা ভালো ভাবে নেয়নি তামিলনাড়ু সরকার। এর পেছনের কারণ হলো তামিলনাড়ুর বিধানসভার সদস্য সংখ্য ২৩৫। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক জয়ললিতা মারা গেছেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে খুব শিগগিরই শপথ নিতে যাচ্ছেন জয়ললিতারই দীর্ঘদিনের সহযোদ্ধা শশীকলা। অশ্বিন ওই টুইটের বিধান সভার ২৩৪ জন জনপ্রতিনিধিকে নিয়ে রসিকতা করেছেন-এমনটাই মত রাজ্যটির রাজনৈতিক অঙ্গনের।
এই ঘটনা গোটা তামিলনাড়ুতে এখন বড় আলোচনার বিষয়। বিতর্ক ডালপালা মেলতেই অবশ্য অশ্বিন বলেছেন, তিনি সরকারকে উদ্দেশ্য করে কিছু লিখেননি। এতে যে তিনি খুব সহজেই রেহাই পাচ্ছেন তা ভাবার কারণ নেই। জল এখন কতদূর গড়ায় কে জানে!
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব